বাংলাহান্ট ডেস্ক : উত্তেজনা ক্রমেই চড়ছে ভারত এবং পাকিস্তানের (Pakistan) মধ্যে। পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে একাধিক পদক্ষেপ করেছে। বিশেষ করে বিনোদন জগতের ক্ষেত্রে পাকিস্তানি (Pakistan) শিল্পীদের প্রতি কড়া মনোভাব গ্রহণ করা হয়েছে। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নতুন ছবি মুক্তি রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এবার আইনি পদক্ষেপের জেরে একাধিক পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে হল বন্ধ।
পাকিস্তানি (Pakistan) শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ ভারতে
মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফর, সনম সইদ, বিলাল আব্বাস, ইমরান আব্বাস, ইকরা আজিজ এবং সজল আলির মতো তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ভারতে উপলব্ধ নয়। ব্লক করা ইনস্টাগ্রাম প্রোফাইল গুলি খুললেই লেখা থাকছে, ‘ভারতে অ্যাকাউন্ট উপলব্ধ নয়। কারণ এই অ্যাকাউন্টগুলি রেস্ট্রিকশন এর জন্য আইনি অনুরোধ মেনে চলছি আমরা’।
পাক ইউটিউব চ্যানেলে জারি নিষেধাজ্ঞা: তবে শুধু এই শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নয়, ১৬ টি পাকিস্তানি (Pakistan) ইউটিউব চ্যানেলেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে বেশ কিছু পাকিস্তানি (Pakistan) সংবাদ মাধ্যমও রয়েছে। পহেলগাঁও হামলার আবহে ভারত এবং সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়, ভুয়ো এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় ওই চ্যানেলগুলিকে।
আরো পড়ুন : অক্ষয়-নানা-জ্যাকি কে নেই! স্টারকাস্টেই জব্বর চমক, ১৫ বছর পূর্তিতে প্রকাশ্যে ‘হাউজফুল ৫’ টিজার
ছবির মুক্তি নিয়ে ধোঁয়াশা: অন্যদিকে আগামী ৯ ই মে মুক্তির তারিখ ফাওয়াদ খানের আসন্ন ছবি আবির গুলাল এর। ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাওয়াদের আসন্ন ছবির গান। FWICE এর প্রেসিডেন্ট বলেন, আবির গুলাল ছবির গান বা কোনো দৃশ্যও যাতে দেশের কোথাও মুক্তি না পায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি প্ল্যাটফর্মকে। ছবির টিমকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো পাকিস্তানি (Pakistan) শিল্পীর সঙ্গে কাজ না করতে। ছবির মুক্তি আটকাতে প্রযোজককেও চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা পড়েনি।
আরো পড়ুন : জগন্নাথ মন্দির থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, অক্ষয় তৃতীয়ায় কী প্রার্থনা করলেন দেব?
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরেই বন্ধ করার ঘোষণা করা হয়েছে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়া হবে এবং নয়াদিল্লির নির্দেশে যে পাকিস্তানিরা ভারতে ছিলেন তারাও দেশ ছাড়তে বাধ্য ১ লা মে এর মধ্যে। পাকিস্তান এবং ভারত দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক পরামর্শদাতাদের। পাশাপাশি এতদিনের সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়েছে।