শান্ত গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি পাকিস্তানের, কড়া জবাব দিচ্ছে ভারত

 

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের বালাকোট লক্ষ্য করে এই হামলা ফের চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা।

এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে বালাকোটের বাসিন্দারা ১২০ মিমির মর্টার শেল উদ্ধার করেন। এই বোমাটি অক্ষত অবস্থায় গ্রামের ভিতর থেকে উদ্ধার হয়। তবে মর্টারটি ফাটলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

সূত্রে খবর, মর্টারটির ওপর পাক চিহ্ন রয়েছে। মর্টারটি খুব দ্রুত সরিয়ে নিয়ে যায় ভারতীয় সেনা।পরে গ্রাম থেকে দূরে মর্টারটি ফাটিয়ে ফেলা হয়। গ্রামবাসীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।রবিবার রাত থেকেই সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্স। সোমবার সকালে তার মাত্রা অনেকটা বেড়ে যায়।

IMG 20190916 134814

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরই সীমান্তে লাগাতার গোলাবর্ষণ চালাতে শুরু করেছে পাকিস্তান। এয়ার স্ট্রাইকের দিন সন্ধে সাড়ে ৬টার পর থেকে ১২-১৫টি জায়গায় পাক গোলাবর্ষণ চলে বলে খবর। গতমাসের ১৪ তারিখ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ১২দিনের মাথায় বালাকোটে জইশ ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। যে ঘটনার পর থেকেই তেঁতে রয়েছে ভারত-পাক সম্পর্ক।

এর আগেও দেখা গেছে,কাঁটাতারের বেড়ার ওপার থেকে ছুটে আসছে গুলি, মার্টার, প্রাণ হাতে করে দিন গুজরান সীমান্তবাসীদের।

সীমান্তের ওপার থেকে যখন তখন ছুটে আসছে গুলি। মর্টারও এসে পড়ে বাড়ির ছাদে। আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছেন জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। আতঙ্কে অনেকে গ্রাম ছেড়ে অন্যত্রও চলে গিয়েছেন।

সীমান্তের ওপার থেকে যখন তখন ছুটে আসছে গুলি। মর্টারও এসে পড়ে বাড়ির ছাদে। আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছেন জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। আতঙ্কে অনেকে গ্রাম ছেড়ে অন্যত্রও চলে গিয়েছেন।

কাঁটাতারের বেড়া। ভারী বুটে আওয়াজ। এগুলোর সঙ্গে ওদের দীর্ঘদিনের পরিচয়। পরিচয় আছে গোলাগুলি চলার সঙ্গেও। কিন্তু, এত ঘনঘন? এরকম অভিজ্ঞতা বহুদিনই হয়নি জম্মুর আর এস পুরা সেক্টর বা চাম্বা সেক্টরের গ্রামগুলির বাসিন্দাদের। তিন-চারদিন ধরে লাগাতার গুলি চলেছে সীমান্তের ওপার থেকে। বাড়ির সামনেও এসে পড়ছে ওপারের ছোঁড়া মর্টার।

সম্পর্কিত খবর