‘আপনি বড় দাদা, দয়া করে ১০০ কোটি ঋণ দিন”, UAE-তে পাক প্রধানমন্ত্রীর ভিক্ষা চাওয়ার ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্ক : হাহাকার পাকিস্তান (Pakistan) জুড়ে। খাবার নেই, টাকা নেই। বিদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার সামর্থ্যও নেই। অবস্থা অত্যন্ত খারাপ। সন্ধ্যার আগেই বন্ধ করতে হচ্ছে বাজার। আন্তর্জাতিক স্তরে চূড়ান্ত অপমানিত হচ্ছে ভারতের পড়শি রাষ্ট্র। এরই মধ্যে বিড়ম্বনা বাড়িয়ে ভাইরাল হলো পাকিস্তানের প্রধান মন্ত্রী শহবাজ শরিফের (Shahbaz Sharif) একটি। সেখানে দেখা যাচ্ছে, সৌদি আরবের (UAE) কাছে রীতিমতো কাকুতিমিনতি করতে টাকা চাইছেন শরিফ।

এই ভিডিওতে দেখা যাচ্ছে শহবাজ শরিফ বলছেন, ‘আমি আরব আমিরাত থেকে ফিরেছি ২ দিন আগেই। আমি সেখানে আমার ভাই মহম্মদ বিন জায়েদের সঙ্গেও কথা বলেছি। তিনি আমাদের গভীর ভাবে আপন করে নিয়েছেন। প্রথমে আমি ভেবেছিলাম, আমি আর তাঁর কাছে লোন চাইব না। কিন্তু শেষ মহুর্তে আমি আমার সিদ্ধান্ত বদলাই। আমি সহস জোটাই নতুন করে লোন চাওয়ার জন্য। আমি তাঁকে বলি, আপনি আমার বড় ভাই। আমার খুব লজ্জা লাগছে বলতে। কিন্তু আমাদের আর কোনও উপায় নেই। আপনি সবই জানেন। আমাদের আরও ১০০ কোটি লোন দিন।’

pakistan electricity

এই প্রথমবার নয়। আগেও যখনই টাকার দরকার পড়েছে তখন ভিক্ষার পাত্র নিয়ে পাকিস্তান দাঁড়িয়ে পড়েছে আরব রাষ্ট্রগুলির সামনে। গত সপ্তাহে সৌদি আরব সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। সেখানে গিয়ে শিল্পপতিদের সঙ্গেও দেখা করেন তিনি। তাঁদের অনুরোধ করেন পাকিস্তানে বিনিয়োগ করার জন্য।

অপরদিকে, সোমবার সকাল থেকেই ইলেকট্রিক নেই পাকিস্তানে। ১২ ঘন্টারও বেশি সময় ধরে পাওয়ার কাট সে দেশের বহু অংশে। গ্রিড বসে যাওয়ার কারণে ইসলামাবাদ, করাচির মতো গুরুত্বপূর্ণ শহরেও লোডশেডিং চলছে। ইলেকট্রিক বাঁচাতে সন্ধ্যা ৮ টার মধ্যেই বন্ধ করে দিতে হচ্ছে সমস্ত দোকানপাট। শীতের রাতে ইলেকট্রিক কম দরকার হয়। তাই বন্ধ করে দেওয়া হয় অনেকগুলি গ্রিড। সোমবার সকালে যখন আবার চালু করা হয়, তখনই বসে যায় গ্রিডগুলি।

Sudipto

সম্পর্কিত খবর