‘বদলা হবে’, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ভারতকে দায়ী করে প্রতিশোধের হুঙ্কার দিল ‘ভিখারি’ পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার পাকিস্তানে (Pakistan) মসজিদের (Mosque) কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। সেই ঘটনায় অন্তত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১০০-রও বেশি। অন্যদিকে, তার কয়েক ঘণ্টা পর খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুর দোয়াবা থানার কাছের একটি মসজিদেও বিস্ফোরণ ঘটে। এই ঘটনাতেও অন্তত পাঁচজনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন। প্রচুর মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলেও খবর। এই দুই ঘটনার মূল চক্রীকে খুঁজতে না পেরে এবার ভারতের (India) উপর দোষ চাপাল পাকিস্তান।

বালোচিস্তানের (Baluchistan) রাজধানী কোয়েটায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি আত্মঘাতী হামলায় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা RAW জড়িত বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।

এদিকে এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই বিস্ফোরণে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে হামলার ঘটনায় বালোচিস্তানের কেয়ারটেকার সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

উল্লেখ্য, শুক্রবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় (Mastung) একটি মসজিদের কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটে। নবি মহম্মদের জন্মদিন (Eid) উদযাপনের জন্য সেখানে প্রচুর মানুষজন জড়ো হন। আচমকা এক আত্মঘাতী জঙ্গি ভিতরের দিকে এগিয়ে এসে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

pak

বালোচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকযাই সেই সময় অভিযোগ করে বলেছিলেন, ‘বিদেশি মদতে বালোচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।’

কিন্তু দেশের ভিতরে থাকা সন্ত্রাসীদের (Terrorist) ধরতে না পেরে এখন ভারতের দিকে আঙুল তুলছে নির্লজ্জ পাকিস্তান। কানাডার (Canada) পর তারাও আন্তর্জাতিক মঞ্চে ভারতকে খাটো করতে ইচ্ছাকৃতভাবে অপবাদ দিচ্ছে। ভারতের উন্নতি সহ্য করতে না পেরেই দোষারোপ করা হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর