ভারতকে কিছুটা চিন্তায় ফেললো পাকিস্তান! কুশল ও সমরাবিক্রমার শতরান সত্ত্বেও ৩৫০ ছুঁতে ব্যর্থ পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হায়দ্রাবাদের শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (Sri Lanka vs Pakistan) ম্যাচে একটি ঝড় উঠেছিল। কিছুদিন আগে দিল্লিতে উঠছিল যখন দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু সেদিন এইডেন মার্করম টর্নেডোর সামনে ফিকে হয়ে গিয়েছিল কুশল মেন্ডিস (Kushal Mendis) ঝড়। বিশ্বকাপের (2023 ODI World Cup) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে এদিন সেই ঝড় যেন পাকিস্তানের বোলারদের ধ্বংস করে দিয়ে গেল।

যখন মাত্র পাঁচ রানে ওপেনার কুশল পেরেরা ড্রেসিংরুমে ফেরেন তখন মাঠে এসেছিলেন আর এক কুশল, কিন্তু তিনি মেন্ডিস। পাকিস্তানের জঘন্য ফিল্ডিংয়ের সুবিধা নিয়ে তিনি এবং পাথুম নিশাঙ্কা ১০৫ রানের একটি পার্টনারশিপ করে ফেলেন। শ্রীলঙ্কার অপর ওপেনার ৬১ বলে ৫১ করে ফিরলেও কুশল মেন্ডিসকে আটকানো যায়নি।

   

শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম শতরান করার রেকর্ডটি ছিল কিংবদন্তি কুমার সাঙ্গাকারার নামে। ৭০ বলে শতরান করেছিলেন তিনি। আজ কুশল মেন্ডিস ব্যাট হাতে চার, ছক্কার বন্যা বইয়ে শতরান করলেন মাত্র ৬৫ বলে। তার আক্রমণের সামনে সম্পূর্ণ অসহায় দেখিয়েছে।

kushal

শেষপর্যন্ত হাসান আলীর ওভারে পরপর দুটি ছক্কা মারার পরেও অতি আগ্রাসী হতে গিয়ে আউট হন কুশল। ৭৭ বলে ১৪ টি চার এবং ৬ টি ছক্কা সহ ১২২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে গিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন তিনি যদি আজ একশটি বল খেলে যেতে পারতেন তাহলে হয়তো আরো কয়েকটি বিশ্বরেকর্ড দেখতে পেতো ক্রিকেটপ্রেমীরা। তিনি আউট হওয়ার পর শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত শতরান করেছেন সমরবিক্রমাও। কুশলের মতন অতটা বিধ্বংসী না হলেও তার ৮২ বলে করা সেঞ্চুরিটিও সমান গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত ৮৯ বলে দুটি ছক্কা সহ ১০৯ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামাই অনিশ্চিত শুভমান গিলের! কোথায়, কি করতে গিয়ে মশার কামড় খেয়েছিলেন তিনি?

তবে রানের গতিতে কিছুক্ষণের জন্য বাধা দান করতে পেরেছিলেন হাসান আলী। কুশল মেন্ডিসের পাশাপাশি তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন ফর্মে থাকা আশালঙ্কাকে। ভালো ছন্দে বোলিং করেন পাকিস্তানের বাকি পেসাররাও। এক সময় অনায়াসে ৩৮০-৩৯০ রানের স্কোরের কাছাকাছি পৌঁছতে পারবে শ্রীলঙ্কা এমন আশঙ্কা করা হয়েছিল। কিন্তু হ্যারিস রাউফ (২/৬৪), হাসান আলী (৪/৭১) অসাধারণ বোলিং করে মাত্র ৩৪৪ রানে আটকে দিয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ভক্তদের আনন্দ দেবে দলের এই দুরন্ত ডেথ বোলিং।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর