ভারতকে হারিয়ে অভিযান শুরু করবো আমরা, বিশ্বকাপ শুরুর আগেই ঝাঁঝালো আক্রমণ পাক অধিনায়ক বাবরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই এখন একদিকে যেমন গোটা ভারতের লক্ষ্য ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে, তেমনি অন্যদিকে বিশ্বকাপের জন্যও এখন অপেক্ষার দিন গুনছেন সর্মথকরা। কারণ এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম ম্যাচই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। ভারত-পাকিস্তান মুখোমুখি হলে স্বাভাবিক ভাবেই আলাদা উত্তেজনা কাজ করে সকলের মধ্যেই। দু’দেশের দুই শিবিরও এর ব্যতিক্রম নয়।

আইসিসির নির্ঘণ্ট অনুযায়ী ২৪ অক্টোবর আরব আমিরশাহিতে মুখোমুখি হতে চলেছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর তার আগেই এবার শুরু হয়ে গেল কথার আক্রমণ। পাকিস্তানের তরফ থেকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দেখা করার পর বাবর জানিয়েছেন, তাদের তুলনায় অনেক বেশি চাপে থাকবে ভারত। শুধু তাই নয় আরব আমিরশাহীতে খেলা মানেই আলাদা সুবিধা পাবে পাকিস্তান সে কথা মনে করেন তিনি।

বাবর বলেন, “আমি মনে করি, ভারতীয় দল বিশ্বকাপের ম্যাচে আমাদের চেয়ে বেশি চাপে থাকবে। আমরা ভারতকে হারিয়েই আমাদের সফর শুরু করতে চাই।” তাঁর আরও সংযোজন, “এটা আমাদের হোম গ্রাউন্ডের মতো, যখনই আমরা সংযুক্ত আরব আমিরশাহির মাঠে খেলি, স্বাভাবিকভাবেই আমরা সুবিধা পাই এবং এরই সঙ্গে আমরা আমাদের একশো শতাংশ উজার করে দিতে চাই।”

যদিও পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যথেষ্ট পিছিয়ে রয়েছে পাকিস্তানই। ভারত-পাকিস্তান দু’দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ঠিকই, কিন্তু ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও অধিনায়ক বাবরের আশা এবার এই পরিসংখ্যান বদলাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি ভারত-পাকিস্তান কেউই। সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট মিটলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে ভারত।

 

X