আরও দুর্ভোগ বাড়ল পাকিস্তানিদের, সরকারের এই সিদ্ধান্তে ভয়ে কাঁটা গোটা দেশ!

বাংলাহান্ট ডেস্ক : অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পাকিস্তানের (Pakistan) আমজনতার সমস্যা যেন দিনের পর দিন আরও বেড়েই চলেছে। সুদিনের আশায় থাকা সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। প্রতিবেশী দেশে মুদ্রাস্ফিতির হার ৩৫ শতাংশেরও বেশি হয়ে গিয়েছে। উপরন্তু ব্যাপক হারে বেড়ে গিয়েছে খাদ্যসঙ্কট। ফলে দু’বেলা দু’মুঠো খাবার জোগাতেই নাজেহাল অবস্থা হচ্ছে পাকিস্তানিদের। এ বার তাদের আরও চাপে ফেলে দিল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ পাকিস্তান সে দেশে সুদের হার এবং সাধারণের উপর ইএমআইয়ের চাপ বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ আরও ১ শতাংশ বেড়েছে সুদের হার। এর ফলে পাকিস্তানের আমজনতার ঘাড়ে চেপেছে ২১ শতাংশ সুদের হারের বোঝা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর পর পাকিস্তানের সমস্ত ব্যাঙ্কও ঋণের উপর সুদের হার বাড়াবে। যার ফলে চরম বিপদে পড়বেন আমজনতা।

state bank of pakistan

কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর জেরে সাধারণ মানুষকে ঋণের উপর বেশি ইএমআই দিতে হবে। উল্লেখ্য, বেশ কিছু সময় ধরেই পাকিস্তানে এ বিষয়ে জল্পনা হচ্ছিল। শোনা যাচ্ছিল যে কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা যতটা মনে করছিলেন, সেই হারে সুদ বাড়ায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের অনুমান ছিল, হয়তো ২০০ বেসিস পয়েন্ট হারে সুদ বাড়াবে সরকার। তবে বাস্তবে সেটি ঘটেনি। যদিও সুদের হার বৃদ্ধির ফলে সব ধরনের ঋণই আরও দামি হয়ে যাবে।

পাক সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ৩৫.৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত পাঁচ দশকে এটিই সর্বোচ্চ। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বেড়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে আরও বাড়তে পারে মুদ্রাস্ফীতির হার। উল্লেখ্য, মার্চের প্রথম সপ্তাহে সুদের হার ৩০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ২০ শতাংশ করেছিল পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক। এক মাস কাটতে না কাটতেই আবারও সুদের হার বাড়ানো হল। 

এ বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। একইসঙ্গে ব্যালেন্স অফ পেমেন্টের হালও খুবই শোচনীয়। এই পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। পাক রুপির মূল্য আরও বেশি পড়ে গিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানকে বেল আউট প্যাকেজ দিতে দেরি করায় ডলারের তুলনায় পাক রুপির মূল্য হয়েছে ২৮৮। অর্থাৎ পাকিস্তানের অবস্থা আরও খারাপ হচ্ছে। 

Subhraroop

সম্পর্কিত খবর