ভারতের বাসমতি চাল আসলে নাকি পাকিস্তানের, জি.আই পেতে চ্যালেঞ্জ ইমরান সরকারের

ফের আজব দাবি পাকিস্তানের (Pakistan) । ভারতের (india) বাসমতি চালকে নিজেদের বলে দাবি করে ভৌগলিক সূচক (জিআই) ট্যাগ পেতে মরিয়া ইমরান খানের সরকার।

   পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাসমতী ধানের জন্য জিআই ট্যাগের ভারতের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে।  সোমবার সেদেশের বাণিজ্য বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজাক দাউদের সভাপতিত্বে বৈঠকে এক এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

images 2020 10 07T142404.100

পাকিস্তান মনে করে যে তাদের দেশ বাসমতি চালের প্রধান উত্পাদক। তাই ভারতের দাবিটি ন্যায়বিচারহীন।  সুতরাং পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নে ভারতের আবেদনের তীব্র বিরোধিতা করবে বলে জানিয়েছে। ভারত সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাসমতি চালের একমাত্র মালিকানার দাবিতে একটি আবেদন জমা দিয়েছে।

জানিয়ে রাখি, বিশ্বে বাসমতী চাল উৎপাদনের ৭০ শতাংশের বেশি ভারতে উৎপাদিত হয়। এর একটি ছোট অংশ জৈবিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে। খেতি বিরাসত মিশন-এর মতো সংগঠনগুলি ভারতের পাঞ্জাব প্রদেশে বাসমতী চালের উৎপাদনের পরিমাণ বৃদ্ধির চেষ্টা করছে।

ভারতে বাসমতী চাষ পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং বিহারসহ বেশ কিছু রাজ্যগুলিতে রয়েছে। জুলাই ২০১১ সাল থেকে জুন ২০১২ সালের ফসল বছরের জন্য ভারতের মোট বাসমতী চালের উৎপাদন হয়েছিল ৫ মিলিয়ন টন।


সম্পর্কিত খবর