“আমাদের ধর্ম আলাদা”, এবার হিন্দুদের বিরুদ্ধে বিষ উগরে দিলেন খোদ পাকিস্তানের সেনা প্রধান, জানালেন….

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ইসলামাবাদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলনে বিতর্কিত ভাষণ দিয়ে ভারতীয় উপর ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান অসীম মুনির। সম্মেলনের মঞ্চে হিন্দু বিরোধী মন্তব্য করায় ভারতীয়দের রোষের মুখে পড়েন । তার এই হিন্দুবিরোধী মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তার মূল বক্তব্য়ের কেন্দ্রে ছিল মৌলবাদী ভাবধারা। মুনির দাবি করেন যে পাকিস্তানিরা ধর্ম, ঐতিহ্য এবং আদর্শে হিন্দুদের থেকে আলাদা।

পাকিস্তানের (Pakistan) জনগণের উদ্দেশ্য তিনি কী জানালেন ?

গত বুধবার, ইসলামাবাদে  অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন। পাকিস্তানের (Pakistan) জেনারেল অসীম মুনিরকে একজন সেনাপ্রধানের পরিবর্তে একজন মৌলবাদীদের মতো কথা বলতে দেখা গেল। যা নিয়ে ক্ষুব্ধ গোটা হিন্দু জনসমাজ। ভাষণ দেওয়ার সময়  তিনি মহম্মদ আলি জিন্নাহের দ্বিরাষ্ট্র সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (Shehbaz Sharif) সহ পাকিস্তানের সকল প্রধান নেতারাও।

জেনারেল মুনির পাকিস্তানের জনগণের উদ্দেশ্য়ে বলেন, ” আপনাদের সন্তানদের পাকিস্তানের গল্প কাহিনী শোনাবেন। যাতে তারা পাকিস্তানের গল্প ভুলে না যায়। আমাদের পূর্বপুরুষেরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা। আমরা ভিন্ন সংস্কৃতির, আমাদের চিন্তাভাবনা পৃথক, আমরা উচ্চাকাঙ্ক্ষী। এটিই ছিল দ্বি-জাতি তত্ত্বের ভিত্তি যা স্থাপিত হওয়ার কেন্দ্রে ছিলেন মহম্মদ আলি জিন্নাহ। মাথায় রাখতে হবে এই দু’টি দেশ, এক দেশ নয়। আমাদের পূর্বপুরুষেরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই দেশ তৈরির জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা জানি কিভাবে এটি রক্ষা করতে হয়।”

আরও পড়ুনঃ বিলিয়ার্ডসে ফের বাজিমাত কলকাতার সৌরভ কোঠারির! হলেন বিশ্বচ্যাম্পিয়ন

তিনি আরও বলেন, “ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা পাকিস্তানের এই গল্পটি কখনও ভুলে গেলে চলবে না। দয়া করে এই বার্তা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও যাতে তারা পাকিস্তানের সাথে তাদের বন্ধন অনুভব করতে পারে। তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম বা পঞ্চম প্রজন্ম যাই হোক না কেন, এটি কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তাদের জানা উচিত পাকিস্তান তাদের জন্য ঠিক কী এবং কতটা।”

আরও পড়ুনঃ দেশজুড়ে প্রতিবাদ! এর মাঝেই WAQF-শুনানিতে কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

তার এই বিতর্কিত বক্তব্যের দ্বারা পাকিস্তানের (Pakistan) জনগণের ধর্মীয় আবেগকে উস্কে জাতীয়তাবাদী অনুভূতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। ভাষণের পরিশেষে তিনি দাবি করেন, “মানবতার ইতিহাসে দুটি শ্রেষ্ঠ রাষ্ট্রের নাম আছে , প্রথমটি নবীজির নামকরণ অনুসারে রিসায়াত-ই-তইবা যা বর্তমানে মদিনা এবং অন্যটি হল আল্লাহের সৃষ্টিকৃত পাকিস্তান”।

Shreya Mondal

শ্রেয়া মন্ডল, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। বিনোদন, লাইফস্টাইল, অফবিট খবর লেখায় সাবলীল।

X