বাংলাহান্ট ডেস্ক : দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চিনকে (Pakistan-China) নিয়ে ক্রমশ মাথাব্যথা বাড়ছে ভারতীয় সেনার। দুই দেশের দুই দিক থেকেই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ-হামলার আশঙ্কা রয়েছে তা রীতিমত প্রকাশ্যে স্বীকার করে নিলেন ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে উপেন্দ্র দ্বিবেদী উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান এবং চিনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ নিয়েও।
চিন ও পাকিস্তানের (Pakistan-China) বিশেষ যোগসাজশ
চিন ও পাকিস্তানের (Pakistan-China) যোগসাজশ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের (India) স্থলসেনা প্রধান বলেন, ‘‘আমাদের স্বীকার করতেই হবে যে, চিন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চিন থেকে আসে। দু’দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা বাস্তব।’’
আরও পড়ুন : নারী দিবসে নারীদের অবদানকে সম্মান! অভিষেকের সেবাশ্রয় শিবিরে অভিনব উদ্যোগ
স্থলসেনা প্রধানের দাবি, পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে চলছে অনুপ্রবেশ। আশঙ্কার সুরে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বেআইনি অনুপ্রবেশের ফলে উপত্যাকা অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে আগামী দিনে। একইসাথে স্থলসেনা প্রধান আরও বলেন, আগের চেয়ে কাশ্মীরে অনেকটাই কমেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। রীতিমত পরিসংখ্যান উল্লেখ করে উপেন্দ্র দ্বিবেদী সাক্ষাৎকারে দাবি করেন, কাশ্মীরে ২০১৮ সালের পর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৮৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
আরও পড়ুন : অবিশ্বাস্য! মাত্র ১ টাকায় মিলবে AC VIP রুম! চা তো পুরো ফ্রি! ভারতের কোথায় আছে এই সস্তার হোটেল?
উপেন্দ্র দ্বিবেদীর দাবি, গত কয়েক বছরে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত মাত্র ৪৫ জনকে শনাক্ত করা গিয়েছে। এই সাফল্যের কৃতিত্ব ভারতীয় সেনাকে (Indian Army) দিয়ে স্থলসেনা প্রধান বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ কমার ফলে বেড়েছে পর্যটকদের আগমন। অমরনাথ যাত্রায় ৫ লক্ষ মানুষের অংশগ্রহণ নিঃসন্দেহে কৃতিত্বের।
এরইসাথে পাকিস্তান প্রসঙ্গ টেনে স্থলসেনা প্রধান জানান, কাশ্মীরে গতবছর নিহত জঙ্গিদের ৬০ শতাংশই পাকিস্তানি। উপেন্দ্রর কথায়, ‘‘নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান। নিজেদের আরও গভীর সঙ্কটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানে স্থিতাবস্থা চাই। পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক, সেটা চাই না।’’