“কাঙাল” পাকিস্তানকে এবার বিপদের হাত থেকে বাঁচাল চিন! তলে-তলে কী প্ল্যান করছে বেজিং?

বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন পাকিস্তানের (Pakistan-China) ২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে। এর ফলে ঋণে জর্জরিত পাকিস্তান বিরাট স্বস্তি পেল। আসলে, পাকিস্তানের কাছে ঋণের কিস্তি পরিশোধের টাকা নেই। এই কারণে পাকিস্তানের অনেক বড় বড় রাজনীতিবিদ ও আধিকারিক ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য চিনকে অনুরোধ করেছিলেন। এরপর এই বিষয়ে রাজি হয়েছে পাকিস্তানের বন্ধু চিন। ইতিমধ্যেই পাকিস্তানের অর্থ মন্ত্রকও চিনের এই উদারতার কথা নিশ্চিত করেছে।

পাকিস্তানকে স্বস্তি দিল চিন (Pakistan-China):

ঋণ পরিশোধের সময়সীমা ছিল ২৪ মার্চ: পাকিস্তানের অর্থ মন্ত্রকের মতে, এই ঋণটি মূলত আগামী ২৪ মার্চের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু চিন (Pakistan-China) এবার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে। যা পাকিস্তানকে সুবিধা এনে দিয়েছে। এদিকে, সময়সীমার এই সম্প্রসারণ এমন এক সময়ে হচ্ছে যখন পাকিস্তান বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ সহ অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পাকিস্তানের বৈদেশিক ঋণের প্রায় ৯২ শতাংশ ৩ টি প্রধান উৎস থেকে প্রাপ্ত হয়। যার মধ্যে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ঋণদাতা এবং আন্তর্জাতিক বন্ড রয়েছে। দ্বিপাক্ষিক ঋণদাতাদের মধ্যে, চিন মোট বৈদেশিক ঋণ এবং দায়বদ্ধতার ক্ষেত্রে এই তালিকায় শীর্ষে রয়েছে।

Pakistan-China recent update.

IMF-এর কাছে আরও ঋণ চাইছে পাকিস্তান: এদিকে, নগদ সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তান (Pakistan-China) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছ থেকে নতুন ঋণ চাইছে। যার জন্য ওয়াশিংটনে স্থিত এই ঋণদাতার একটি দল আলোচনার জন্য বর্তমানে পাকিস্তানে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইসলামাবাদ গত গ্রীষ্মে অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য ৭ বিলিয়ন ডলারের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (EFF) সুরক্ষিত করেছিল। এই কর্মসূচিটি পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সরকার বলেছে যে দেশটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে পুনরুদ্ধারের পথে রয়েছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ SBI-র, জানলেই হবেন মালামাল

পাকিস্তানের অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন: এমতাবস্থায়, পাকিস্তানের (Pakistan-China) অর্থমন্ত্রী মুহম্মদ আওরঙ্গজেব বলেছেন যে পাকিস্তান তার ৭ বিলিয়ন ডলারের IMF বেলআউট প্রোগ্রামের প্রথম পর্যালোচনার জন্য “ভালো অবস্থানে” রয়েছে। পাকিস্তান গত বছর একটি স্বল্পমেয়াদী ৯ মাসের প্রোগ্রাম শেষ করে IMF-এর সাথে কিছুটা আস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। জানিয়ে রাখি, পাকিস্তানে পূর্ববর্তী ঋণ কর্মসূচিগুলি সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল বা সরকার মূল শর্তগুলি পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিলম্বিত হয়েছিল।

আরও পড়ুন: এই একটা চালেই হল বাজিমাত! এবার আমেরিকা-রাশিয়া-ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানলে হবে গর্ব

পাকিস্তান বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সাথেও কথা বলছে: এর পাশাপাশি, সরকার তার ক্রমবর্ধমান জ্বালানি সেক্টরের ঋণ কমাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সাথে ১.২৫ ট্রিলিয়নের (৪.৪৭ বিলিয়ন ডলার) ঋণ নিয়ে আলোচনা করছে। বর্তমানে IMF কর্তৃক জারি করা ৭ বিলিয়ন ডলারের বেলআউটের অধীনে সমগ্র সেক্টর জুড়ে অমীমাংসিত ঋণ দূর করা একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। যেটি পাকিস্তানকে (Pakistan-China) আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর