বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশকে এবার “হারিয়ে যাওয়া ভাই” বললেন পাকিস্তানের (Pakistan) উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, “বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান।”
পাকিস্তানের (Pakistan) নয়া চালে চাপে পড়বে ভারত?
শুধু তাই নয়, গাজায় চলমান গণহত্যা সম্পর্কে পাকিস্তানের (Pakistan) দৃঢ় অবস্থান এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রকাশ্যে নিন্দা করেছেন। উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার কোথায়, “পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।”
এক বছরের মধ্যে শেষ হয়েছে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা, সে কথাও সংবাদ সম্মেলনে বলতে ভুললেন না, ইশাক দার। তিনি বলেন, ”আমাদের পররাষ্ট্র দফতর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব।” শুধু তাই নয়, আগামীতে বাংলাদেশের (Bangladesh) ঢাকা শহরের পরিকল্পনার কথা ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী।
আরোও পড়ুন : ‘আমি কী ভুল বলেছি?’ নেতাজির সঙ্গে মমতার তুলনা! নিজের বক্তব্যে অনড় কুণাল ঘোষ
এমনকি বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে নিজেদের চিহ্নিত করেছেন তিনি। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তীব্রতার জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে বাংলাদেশ। বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তখনই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানাই পাকিস্তান (Pakistan)।
তারই অংশ হিসেবে, ১৯৭১ সালের পর প্রথমবার পাকিস্তানের (Pakistan) দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। দুই দেশের মধ্যে এই সমুদ্র সংযোগ, তাদের কাছে ঐতিহাসিক হলেও ভারতের কাছে নয়। কারণ সমুদ্রপথে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হলে, ভারতের (India) উপরে কি প্রভাব পড়বে সেই নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে।