পাকিস্তান করোনার কবলে, কিন্তু ইমরান সরকার ব্যাস্ত মিসাইল তৈরিতে, ধমক দিল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সমগ্র দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পাকিস্তান (Pakistan) এই বিষয়ে একদমই চিন্তিত নয়। তাঁরা করোনা ভাইরসাকে একদমই গুরুত্ব দিয়ে দেখছে না। এই কথা একদমই অবাস্তব নয়। পাক সরকারের ইমরান খানের অবহেলায় পাকিস্তানে দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। এখনও যদি পাকিস্তান সতর্ক না হয় তাহলে, ভবিষ্যতে তাঁদের বড়ো ক্ষতির মুখোমুখি হতে হবে।

255081 8279528 updates

এই পরিস্থিতিতে ইমরান খানের বিরুদ্ধে লাহোর হাইকোর্ট মামলা দায়ের করেছে। তাঁদের বক্তব্য করোনা ভাইরাস বিষয়ে ইমরান সরকার একদমই গুরুত্ব দিচ্ছে না। যার ফলে পাকিস্তানে ধীরে ধীরে অবস্থা অবন্নতির দিকে এগোচ্ছে। এখন কোর্ট পাক সরকারের কাছে জানতে চাইছে যে ইরান ফেরত নাগরিকদের সরকার কিভাবে বাড়ি যেতে দিল? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর শুনে কোর্ট অবাক হতে যায়। এবং কোর্ট এই বিষয়ে তাঁদের রিপোর্ট পেশ করতে বলে। এর পাশাপাশি ইরানে আটকে থাকা পাকিস্তানিদের সরকার কিভাবে দেশে ফিরিয়ে আনবে, তাঁর বিষয়েও জানতে চায় কোর্ট।

পাকিস্তানে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার সেনাদের সাহায্য নিয়েছিল। কিন্তু তাতে করেও পাকিস্তান করোনা আক্রান্তের সংখ্যা না কমে, উল্টে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সবথেকে প্রভাবিত এলাকা সিন্ধ প্রদেশে লকডাউন অবস্থা জারী করা হয়েছে। পাক সরকার গরীবদের জন্য ২০০ কোটি টাকা অনুদানের কথা বলেছেন। কিন্তু এই টাকা কিভাবে কাজে লাগাবে, তা এখনও তিনি জানাননি। তিনি শুধু বলেছেন, এই ২০০ কোটি টাকা শুধুমাত্র গরীবদের জন্য, এবং আমরা পরবর্তীতে অন্যদের জন্যও প্যাকেজের ব্যবস্থা করব।

Imran Khan 1280x720 1

কিন্তু পাক সরকারের সিধান্তে পাকিস্তানবাসী একদমই খুশি নন। কারণ সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের বিষয়ে চিন্তিত ছিল, পাকিস্তান তখন মিসাইল বাবর ২ এর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই প্রস্তুটি অসফল হয়। পাকিস্তানের ৭৫০ কিমি দূরে আঘাত হানার জন্য প্রস্তুত করার মিসাইল বানানোর স্বপ্ন সম্পূর্ণ ভেঙ্গে যায়। মাত্র ২ মিনিটের মধ্যেই তাঁদের বাবর মিসাইল ২ মাটিতে ভেঙ্গে পড়ে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর