করাচিতে ফের লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান! পুরুষদের টেস্ট ক্রিকেটে এমন ঘটনা দেখা যায়নি আগে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে করাচির মাটিতে আরম্ভ হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে এই টেস্ট সিরিজ পাকিস্তানের কাছে সম্মান পুনরুদ্ধার করার। বেন স্টোকসদের আগ্রাসী ক্রিকেটে সামনে দাঁড়াতেই পারেননি বাবর আজমরা। তাই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ঘরের মাঠেতে সিরিজ জিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ফলে সিরিজ হারের যন্ত্রণা ঘোচাতে চান তারা।

কিন্তু সেই লক্ষ্যে মাঠে নেমে শুরু থেকে বেশ কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান। করাচিতে প্রথম টেস্টে টসে জিতে বাবর আজম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাদের পরিকল্পনার সঠিকভাবে বাস্তবায়ন হয়নি শুরুর দিকে। মাত্র ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান।

করাচির পিচ আজ প্রথম থেকেই স্পিনারদের সাহায্য করছিল। তাই পিউই অধিনায়ক টিম সাউদি প্রথম থেকেই আক্রমণে নিয়ে আসেন স্পিনারদের। চতুর্থ ওভারেই ভারতের বিরুদ্ধে গত বছরে এক ইনিংসে দশ উইকেটে নেওয়া এজাজ প্যাটেলকে স্টেপ আউট করে খেলতে চান আব্দুল্লাহ শফীক। তিনি বলেন লাইনে মিস করতেই উইকেটরক্ষক ব্ল্যান্ডেল তাকে স্টাম্পড করেন। সপ্তম ওভারে প্রায় একই ভঙ্গিতে মিচেল ব্রেসওয়েলের বলে শান মাসুদকে স্টাম্পড করেন কিউয়ি উইকেটরক্ষক। পাকিস্তানের স্কোর তখন ১৯।

এই ঘটনার হওয়া মাত্র তৈরি হয়ে গেছে ইতিহাস। পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথমবার কোনও ম্যাচের প্রথম ইনিংসে প্রথম দুই ব্যাটার আউট হলেন উইকেটরক্ষকের হাতে স্টাম্পড হয়ে। এরপর ইমামুল হককে আউট করেছিলেন ব্রেসওয়েল। কিন্তু তারপর পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে আসে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

babar century

প্রতিবেদনটি লেখার সময় ৫৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ২১৪। চলতি বছরের নিজের চতুর্থ টেস্ট শতরানটি করে পাকিস্তানকে টানছেন বাবর আজম। আজ ছক্কা মেরে নিজের টেস্ট ক্যারিয়ারের নবম শতরানটি সম্পূর্ণ করেছেন পাকিস্তান অধিনায়ক। তার সঙ্গে ব্যাটিং করছেন সরফরাজ আহমেদ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর