দুই দিনে ৬টি বড় বিবাদ, T-20 বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট ভূমিকম্প

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিবাদ আর মতবিরোধে জর্জরিত পাকিস্তান। একদিকে কোচের পদত্যাগ, অন্যদিকে অধিনায়কের অসম্মতিতেই দল তৈরি সব মিলিয়ে এখন রীতিমতো সমস্যার মধ্যে দিয়ে চলেছে তারা। আসুন দেখে নেওয়া যাক এমন ছটি মতবিরোধ যা এই কয়েকদিনে উঠে এসেছে খবরের শিরোনামে।

★দুই কোচের পদত্যাগঃ

বিশ্বকাপের ঠিক আগেই হঠাৎই পাকিস্তান দলের কোচ পদত্যাগ করেছেন মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিস। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অবাক হয়ে গিয়েছিলেন সকলে। যদিও মিসবাহ এবং ইউনিস জানিয়েছেন, বায়ো বাবেলের কারণে চাপ পড়েছে মানসিক স্বাস্থ্যে আর সেই কারণেই সরে যাচ্ছেন তারা। কিন্তু জানা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর থেকেই মিসবাহের সঙ্গে মতপার্থক্য চলছিল বোর্ডের। এমনকি নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনও তাকে বিরতি নিতে বলা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করার সময় মত নেওয়া হয়নি মিসবাহের। আর সেই কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি।

★বাবর আজমের অধিনায়কত্ব কেড়ে নেওয়াঃ

একদিকে যখন তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে যাচ্ছে পাকিস্তান তখনই অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে বাবরকে সরিয়ে দেওয়ার খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। জানা যাচ্ছে তার জায়গায় মোহাম্মদ রিজওয়ানকে নতুন অধিনায়ক করা হতে পারে। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রভাব ফেলতে পারে বাবরের মানসিক স্থিতিশীলতায়।

★বিশ্বকাপের দল বাছাই নিয়ে খুশি নন বাবরঃ

বিশ্বকাপের দলে এমন কিছু খেলোয়াড়দের স্থান দেওয়া হয়নি, যারা মিডিল অর্ডারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের মধ্যে যেমন রয়েছেন সরফরাজ খান অন্যদিকে রয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। শোনা যাচ্ছে বাবর ধরে রাখতে চেয়েছিলেন শোয়েব মালিককে। কিন্তু বয়সের দোহাই দিয়ে তার কথা শোনা হয়নি। অন্যদিকে শামিল করা হয় প্রায় ৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজকে।

★মোহাম্মদ আমিরের অবসর ভঙ্গঃ

কিছুদিন আগেই পাকিস্তান দলের ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগরে দিয়ে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন মোহাম্মদ আমির। কিন্তু ফের একবার মিসবাহ-উল-হক পথ পথ থেকে সরতেই অবসর থেকে ফেরার বার্তা দিয়েছেন তিনি। তাই অনেকেই মনে করছেন আমিরের আসল দ্বন্দ্ব ছিল মিসবাহের সাথে।

★বিশ্বকাপ দলে সিনিয়র খেলোয়াড়দের উপেক্ষাঃ

দল নির্বাচন নিয়ে বেশ বিতর্ক রয়েছে পাক টিম ম্যানেজমেন্ট। একদিকে যেমন সিনিয়র খেলোয়াড়দের পুরোপুরি উপেক্ষা করেছে পাক বোর্ড তেমনি অন্যদিকে খারাপ ফর্ম সত্ত্বেও আসিফ আলী এবং খুশদিল শাহকে সুযোগ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন অধিনায়ক বাবর।

IMG 20210906 181110

★টি-টোয়েন্টি লিগ থেকে খেলোয়াড়দের ফিরিয়ে আনাঃ

পাকিস্তান দলের অনেক সিনিয়ার খেলোয়াড় এখন ক্যারিবিয়ান লিগ ক্রিকেট খেলছেন। এদের এনওসি দিয়েছিল পাক বোর্ডই। কিন্তু এবার তাদের মধ্য থেকেই কয়েকজনকে ফের একবার ফিরে আসতে হবে জানানো হলো। অর্থাৎ অনেকেই বলছেন নির্বাচকদের মনে প্রথম পর্বেই নামগুলি ছিলনা। পরবর্তী ক্ষেত্রে তা অন্তর্ভুক্ত করা হয়। জানিয়ে রাখি মোহাম্মদ হাফিজ এদের মধ্যে অন্যতম।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর