টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বড়সড় ঝটকা খেল পাকিস্তান, ইস্তফা দিলেন কোচ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের মহাসংগ্রামের আগে পাকিস্তান (Pakistan) টিম বড়সড় ঝটকা খেল। পাকিস্তানের হাই পারফমার্স কোচিং (Coach) প্রধান গ্রান্ট ব্র্যাডবার্ন (Grant Bradburn) নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রান্ট পাকিস্তান দলের সঙ্গে তিন বছর ধরে যুক্ত ছিলেন। ২০১৮-র সেপ্টেম্বর মাস থেকে ২০২০-র পর্যন্ত তিনি পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর ওনাকে কোচিংকে উন্নত করার দায়িত্ব দেওয়া হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্বারা জারি বয়ানে গ্রান্ট বলেছেন, পাকিস্তানের সঙ্গে কাজ করা গর্বের বিষয় ছিল। আমি সুবর্ণ স্মৃতি আর সুন্দর অভিজ্ঞতার সঙ্গে বিদায় জানাচ্ছি। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। বলে দিই, রমিজ রাজা পিসিবির দায়িত্ব সামলানোর পর গ্রান্ট পঞ্চম আধিকারিক, যিনি নিজের পদ ছাড়লেন। এর আগে পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস, সিইও ওয়াসিম খান আর মার্কেটিং হেড বাবর হামিদ নিজের পদ ছেড়েছেন।

৫৫ বছর বয়সী গ্রান্ট বলেছেন, করোনার কারণে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন না। উনি বলেন, আমার স্ত্রী মারি আর তিন সন্তান আমাকে পাকিস্তান ক্রিকেটে সেবা করার অবসর দিয়ে অনেক ত্যাগ করেছে। করোনার কারণে তাঁদের পাকিস্তান সফর অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এখন আমার কাছে আমার পরিবারকে প্রাধান্য দেওয়া আর আগামী কোচিংয়ের চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সময়।

উল্লেখ্য, গ্রান্ট ১৯৯০ থেকে ২০০১ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেন। উনি ৭টি টেস্ট ম্যাচ আর ১১টি ওয়ানডে খেলেছিলেন। গ্রান্ট নিউজিল্যান্ড-এ আর নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের কোচিং করেছেন।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর