পাকিস্তানের দলে ছক্কার অভাব! ভারতের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় বাবর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচের দিকে কড়া নজর রেখেছে পাকিস্তানও (Pakistan Cricket Team)। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবর আজমরা দুর্দান্ত জয় পেয়েছিলেন। এর পরের ম্যাচে আহমেদাবাদে এই ভারতীয় দলের বিরুদ্ধেই (India vs Pakistan) মাঠে নামতে হবে তাদের।

পাকিস্তান পরপর দুটি ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা বেশ ভালো করেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডস এবং তার পরের ম্যাচে শ্রীলঙ্কাকে বেশ দাপট দেখিয়ে হারিয়েছে তারা। কিন্তু এই দুই প্রতিপক্ষের চেয়ে ভারত যে অনেক শক্তিশালী সেটা তারা খুব ভালো করেই জানে। তাই প্রস্তুতিতে কোনওরকম ফাঁকি রাখতে চায় না বাবররা।

babar

কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর পাকিস্তানকে কেন্দ্র করে একটি পরিসংখ্যান সামনে এসেছে। পাকিস্তানের টপ অর্ডার গত কয়েক মাস ধরে খুব একটা ভালো ছন্দে নেই। এমন পরিস্থিতিতে তাদের ব্যাটিং সংক্রান্ত এই পরিসংখ্যানটি পাকিস্তান ভক্তদের খুবই চিন্তিত করে তুলবে।

আরও পড়ুন: আফগান বধ করে বলেছিলেন সেমি খেলবেনই! ইংল্যান্ড যেন বাংলাদেশকে নামালো বাস্তবের মাটিতে

ওই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে ২০২৩ সালে পাকিস্তান ওডিআই ফরম্যাটে আয়োজিত ম্যাচগুলির পাওয়ার প্লে-তে মোট ১০২২ বল খেলেছে শ্রীলঙ্কা ম্যাচ অবধি। কিন্তু চলতি বছরের সারা প্রথম দশ ওভারের এই পাওয়ার প্লে-তে একটি ছক্কাও মারতে পারেনি। বাকিদের চেয়ে তাদেরকে পাওয়ার প্লে-তে বল করা অনেক বেশি সহজ বলে মনে করেন প্রতি দলের নতুন বল হাতে বোলিং করার দায়িত্বে থাকা পেসাররা।

আরও পড়ুন: বার বার বঞ্চনা করছে BCCI ও রোহিত! বিশ্বকাপ শেষ হলেই অবসর নেবেন এই তারকা

তারাই একমাত্র দল যারা চলতি বছরে পাওয়ার প্লে-তে একটিও ছক্কা মারতে ব্যর্থ হয়েছে। ফলে উইকেট ফেলে তাদের ওপর চাপ তৈরি করাটা সহজ হয়ে যাচ্ছে। কারণ পাকিস্তানের টপ অর্ডার সেরকমভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলে বোলারদের ব্যাকফুটে পাঠাতে পারছে না। মিডল অর্ডারের ওপর চাপ বাড়ছে সেই জন্য। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে এই চিত্রটা ধরা পড়েছে। ভারতীয় দল নিশ্চয়ই লক্ষ্য রাখবে বিষয়টির ওপর।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর