ভারতের কাছে হেরে অসুস্থ হয়ে পড়েছেন পাক ক্রিকেটাররা! অজিদের বিরুদ্ধে নামার আগে বিবৃতি জারি PCB-র

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) শুরুতে দুটি ম্যাচ জিতে ভালো জায়গায় ছিল। কিন্তু আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে হারটির পরে তাদের রান রেটের অনেক অবনতি ঘটেছে। যদিও চলতি ক্রিকেট বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে এবং পাকিস্তান ক্রিকেট দলের কাছে বাউন্স ব্যাক করার অনেক সুযোগ থাকবে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে ভারতের কাছে এই হার তাদের মনোবলই ভেঙে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট দল আগামী ২০শে অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। টানা দুই ম্যাচে হারের পর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে তারা দুর্দান্ত হয়ে প্রত্যাবর্তন করেছে। সেই অজিদের বিরুদ্ধে ম্যাচের আগে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের কয়েকজন সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন।

pakistan babar

তবে এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র পাকিস্তান সংবাদমাধ্যমের কাছে বলেছেন যে এটি ভাইরাল সংক্রমণের ঘটনা নয় এবং খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠছেন। পাকিস্তান একটি ম্যানেজমেন্ট আশা করছেন যে সেই সমস্ত ক্রিকেটার যারা কিছুটা অসুস্থ হয়েছিলেন তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে কোন অসুবিধা হবে না।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

পাকিস্তান ক্রিকেট দলের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে “কিছু খেলোয়াড় গত কয়েকদিনে জ্বরে ভুগছিলেন এবং তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি তারাও সুস্থতার পথেই এগোচ্ছেন এবং তারা দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।”

আরও পড়ুন: সচিন-সেওবাগকে পেছনে ফেলেছি, এবার বিশ্বকাপেও ভারতকে হারাবো! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও দাপট দেখিয়ে জয় পেয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে আত্মসমর্পণ করে তাদের মিডল অর্ডার। ভারতের বিরুদ্ধে তারা এতটাই কম রান স্কোরবোর্ডে তুলেছিল যে বোলারদের কাছে কোন সুযোগ ছিল না ম্যাচে ফেরার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর