বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব ক্রিকেট শাসন করে মূলত দুটি দেশ। একটি হল ভারত অপরটি হল অস্ট্রেলিয়া। এই দুই দেশ ক্রিকেটের সব দিক থেকে নিজেদেরকে এগিয়ে রেখেছে তবে এবার ভারত এবং অস্ট্রেলিয়াকে ছাপিয়ে বিশ্ব ক্রিকেটে রাজ করবে পাকিস্তান ক্রিকেট দল এমনটাই মনে করেন প্রাপ্তন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাক। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার এর মতে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেটের সব ফরমেটেই শীর্ষস্থান দখল করবে।
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে এবং টিটোয়েন্টি তিনটি ফরম্যাটেই অধিনায়ক বাবর আজম। এই বাবরের অধিনায়কত্বেই পাকিস্তান নাকি নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বিশ্বের যেকোন জায়গায় যেকোন দলকে হারানোর ক্ষমতা রাখে তারা। অন্যান্য দেশ গুলির তুলনা টেনে রজ্জাক বলেন, “ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই দেশ গুলি এই মুহূর্তে পুননির্মাণের মাঝপথে। দক্ষিণ আফ্রিকা অনেক পিছিয়ে পড়েছে, ভাগ্যিস আমাদের ওই রকম অবস্থা নয়। আমরা এখন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ব্যাপক উন্নতি করেছি।”
রজ্জাক আরও বলেন, ” আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা ইতিমধ্যেই সেটি করে ফেলেছি আর এই উন্নতিই আমাদের শীর্ষে পৌঁছে দেবে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঠিক 20 বছর আগে যেভাবে বিশ্ব ক্রিকেটে শাসন করেছে আমার মনে হয় পাকিস্তান যেভাবে এগোচ্ছে তাতে এমন দিন খুব তাড়াতাড়ি আসছে যখন পাকিস্তান ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠ আসন লবে।”