বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর তিন ম্যাচ হেরে প্রবল চাপে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ভারতের মাটিতে তাদের বিশ্বকাপের (2023 ODI World Cup) যাত্রাটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে (India vs Pakistan) মাঠে নামার পর আহমেদাবাদে যে বিশ্রী হারের মুখোমুখি হয়েছিল তারা, তা যেন দলের ফোকাস পুরোপুরি নষ্ট করে দিয়েছে।
ভারতের কাছে হারের পর অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধেও বাজে ভাবে হার মানতে হয়েছে পাকিস্তানকে। পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুতে তাদের যাত্রা অনেক উজ্জ্বল ছিল। কিন্তু সেমিফাইনাল পৌঁছনো নিয়ে এখন ঘোরতর সন্দেহ দেখা দিয়েছে।
এর মধ্যে নিজেদের পরের ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। তাদের বিধ্বংসী ব্যাটিং এই মুহূর্তে টুর্নামেন্টের সবকটি দলের কাছে আতঙ্কের কারণ। পাকিস্তানের বোলাররাও ডেথ ওভারে প্রচুর রান বিলিয়ে দিচ্ছেন। ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে চূড়ান্ত আতঙ্ক গ্রাস করেছে বাবর আজমদের।
আরও পড়ুন: পাকিস্তানের এই অবস্থার জন্য ভারতীয় দল আর BCCI দায়ী! অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের
পাকিস্তান ওই ম্যাচে হারলেও যে খাতায় কলমে তাদের সম্ভাবনা শেষ হয়ে যাবে এমনটা নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হারলে পাকিস্তানের নিজেদের হাতে আর কিছু থাকবে না। সেক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলোর খারাপ পারফরম্যান্সের জন্য প্রত্যাশী হয়ে থাকতে হবে বাবরদের।
আরও পড়ুন: রোহিত শর্মাকে বিতর্কিত সিদ্ধান্ত নিতে বলছেন কাইফ! হাত থেকে ছিটকে যেতে পারে বিশ্বকাপ
ভারতীয় দল নিজেদের পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে, যাদের অবস্থা পাকিস্তানের মতোই শোচনীয়। বাবুর আজ আমরা মনে প্রাণে চাইবেন সেই ম্যাচে ভারতীয় দল যেন জয় পায় এবং ইংল্যান্ডের অবস্থা যাতে আরও খারাপ হয়। যদিও ফর্মে ফেরা অস্ট্রেলিয়া সেমিফাইনালে দৌড়ে আপাতত তাদের চেয়ে এগিয়ে আছে এটা মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই। কাজেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটন ঘটিয়ে জেতা ছাড়া সেমিফাইনালে টিকে থাকার কোনও উপায় পাকিস্তানের সামনে খোলা নেই।