ভারতের বিরুদ্ধে কেন হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন পাকিস্তান ক্রিকেটাররা? সামনে এলো সত্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে ভারত। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে জয় এসেছে ভারতের হাতে। কিন্তু এই ম্যাচে অনেকেই হয়তো খেয়াল করেছেন যে পাকিস্তানের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড লাগিয়ে খেলতে নেমেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন বা কৌতূহলী হয়েছেন যে কেন পাকিস্তানি ক্রিকেটাররা এমনভাবে মাঠে নেমেছেন।

আসলে পাক দলের খেলোয়াড়রা বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের মানুষদের পাশে থাকার বার্তা স্বরূপ এই কাজটি করছেন। টসের পর বাবর আজমরা যখন জাতীয় সঙ্গীত গাইবার জন্য এসেছিলেন দর্শকরা তাদের হাতে এই কালো ব্যান্ড দেখতে পায়। গত কয়েকদিনে, পাকিস্তানের একটা বড় অংশ বন্যার কারণে প্লাবিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে তারা আছেন সেই বার্তা দিতেই হাতে এই বিশেষ আর্মব্যান্ড বেঁধে মাঠে নেমেছিলেন মহম্মদ রিজওয়ান, হ্যারিস রাউফরা। পিসিবি আলাদা করে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

babar bb

ইতিমধ্যে পাকিস্তান সরকার দেশের বন্যা কবলিত অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শাহবাজ শরিফ নিজে জানিয়েছেন যে এখনও অবধি প্রায় ৪০ লক্ষ মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি সম্প্রতি যে তথ্য দিয়েছে তাতে জানা গিয়েছে যে প্রায় ১০০০ জনের মতো মানুষ এই দুর্যোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশে প্রচুর মানুষের হদিশ পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে।

কাল ভারতের হয়ে অসাধারণ বোলিং করে ভুবনেশ্বর কুমার (৪/২৬) ও হার্দিক পান্ডিয়া (৩/১৮) পাকিস্তানকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট করে দেন। ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে কালই টি-টোয়েন্টি অভিষেক করা নাসিম শাহের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন লোকেশ রাহুল। সেই ওভারেই ক্যাচ পড়ে বিরাট কোহলির। সেই সময় পাকিস্তানি বোলারদের সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা ও কোহলি। বিরাট কোহলি আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করলেও রোহিত শর্মা অতিরিক্ত বল খেলছিলেন। তাই চাপে পড়ে মহম্মদ নওয়াজের ওভারে একটি ছক্কা আসার পরও অতিরিক্ত আগ্রাসী হয়ে আবারো ছয় মারতে গিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক রোহিত (১৮ বলে ১২)। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল তিনি আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন। ঔদ্ধত্যের সাথে পাকিস্তানের পেসারদের বলে পুল, কাট মারছিলেন তিনি। কিন্তু তিনিও দশম ওভারে নওয়াজের বলে অপ্রয়োজনীয় ভাবে আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ভারত তখন ৫৩ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। কোহলি আউট হয়েছেন ৩৪ বলে ৩৫ রান করে।

এরপর ধীরে ধীরে ইনিংস কে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা। রোহিত আউট হওয়ার পর জাদেজাকে পাঠানো হয়েছিল রানের গতি বাড়ানোর জন্য। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে পুরো অন্য ভূমিকায় পারফরম্যান্স করতে হচ্ছিল। সূর্যকুমার যাদব ১৮ রান করে নাসিম শাহের বলে আউট হওয়ার পর ভারতের ওপর চাপ আরও বাড়তে থাকে। কিন্তু এই সময়ে মাঠে নেমে জাদেজার সাথে মিলে ভারতের ওপর থেকে চাপ কমানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া।

পায়ের পেশিতে টান নিয়েও দুর্দান্ত বোলিং করতে থাকা নাসিম শাহের (২/২৭) শেষ ওভারে জাদেজা ১০ রান করার পর পরের ওভারে অভিজ্ঞ হ্যারিস রাউফের ওভারে তিনটি বাউন্ডারি মারেন হার্দিক। ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল কারণ জয়ের জন্য ভারতকে শেষ ৬ বলে করতে হতো ৭ রান। কিন্তু ওভারের প্রথম বলেই জাদেজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। নবাগত দীনেশ কার্তিক প্রথম বলে ১ রান নিয়ে হার্দিককে স্ট্রাইক দেন। ওভারের তৃতীয় বলে কোন রান না পেলেও চতুর্থ বলে ছক্কা মেরে ২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন হার্দিক।

Reetabrata Deb

সম্পর্কিত খবর