ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ ইউসুফ। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে চ্যাট শো তে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ ইউসুফ। এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন বিরাট কোহলি ক্রিকেটার হিসাবে কেমন? ইউসুফ জানিয়েছেন বিরাট কোহলি শুধু একজন দুর্দান্ত ক্রিকেটারই নন তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান।
ভারতের হয়ে 248 টির আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে কোহলি রান করেছেন 11,867। এছাড়াও 82 টি টেস্ট ম্যাচ খেলে কোহলির রান সংখ্যা 7240। এছাড়া ভারত অধিনায়ক বিরাট কোহলি 82 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 2794 রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বিরাট এর সর্বোচ্চ রান 183 এসেছিল পাকিস্তানের বিরুদ্ধেই। 2012 সালে মিরপুরে এই রানটি করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
এছাড়াও ইউসুফ এর কাছে জানতে চাওয়া হয়েছিল ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, সচিন তেন্দুলকার, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংয়ের মধ্যে সেরা কে সেরা? এই প্রশ্নের জবাবে কোনো রকম ভাবনা চিন্তা না করে ইউসুফ সরাসরি জবাব দিয়েছেন যে, সকলের মধ্যে সেটা হচ্ছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এছাড়াও ইউসুফের মুখে প্রশংসা শোনা যায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র সেওয়াগ, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংয়ের।