BCCI-কে বিপাকে ফেলতে চেয়েছিল! বেতন না পেয়ে পাক ক্রিকেটাররাই পাল্টা হুমকি দিল PCB-কে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) এশিয়া কাপের (2023 Asia Cup) পর আপাতত বিশ্রামে রয়েছে। সেপ্টেম্বরের ২৯ তারিখে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহী-তে গোটা দল একত্রিত হয়ে তারপর ভারতের মাটিতে বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিসিসিআই (BCCI) ও পিসিবির (PCB) মধ্যে আলোচনার পর তেমনই ব্যবস্থা হয়েছিল।

কিন্তু সেই পরিকল্পনা এখন একটি বাধা দেখা যাচ্ছে। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকটি দল ভিসা পেয়ে গেলেও পাকিস্তান ক্রিকেট দলের ভিসার আবেদন কিছু টেকনিক্যাল কারণে এখনও মঞ্জুর করা হয়নি। এক সপ্তাহ আগে আবেদন করলেও এখনো এই সমস্যাটি মেটেনি। তাই শোনা যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট দলের দুবাই সফর করে তারপর ভারতে আসার যে পরিকল্পনা ছিল, সেই প্ল্যানে কিছু পরিবর্তন হতে চলেছে।

   

বাবর আজমরা হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচটি খেলবে এবং সেই ম্যাচটি আয়োজিত হবে রুদ্ধদ্বারে। কারণ হায়দরাবাদ পুলিশ একটি অনুশীলন ম্যাচের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা ওই বিশেষ দিনে করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। পিসিবির ভেতর থেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন যে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলকে ইচ্ছা করে এমন পরিস্থিতির মুখোমুখি ফেলা হচ্ছে যাতে তাদের ফোকাস নষ্ট হয়।

আরও পড়ুন: মিটে গেল BCCI-এর বড় চিন্তা! কথা রেখে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বড় উপহার দ্রাবিড়ের

যদিও এমন কোন দাবি উড়িয়ে দিয়েছে বিসিসিআই। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে পাকিস্তান ক্রিকেট দলের এবং পাকিস্তানের সমর্থকদের ভিসা প্রদান করা এখনো অবধি সম্ভব হয়নি বলে তারা জানিয়েছে। তবে সোমবারের মধ্যে গোটা ঘটনাটি মিটে যাবে এবং যাদের প্রয়োজন তারা ভিসা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের অন্দরমহল থাকে। তবে এর মধ্যে পাকিস্তান দলকে নিয়েই একটা আজব খবর সকলের সামনে এসেছে।

আরও পড়ুন: কোহলি ও ধাওয়ানের রেকর্ড ভাঙলেন শুভমান! গিলের মুকুট এলো সাফল্যের বিরাট পালক

জানা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে তাদের কেন্দ্রীয় চুক্তির সংক্রান্ত চলমান সমস্যার কারণে স্পনসর লোগো এবং ক্রিকেট বিশ্বকাপের প্রচারমূলক যাবতীয় কর্মকাণ্ড বয়কট করার কথা বিবেচনা করছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটাররা গত চার মাস ধরে তাদের মাসিক চুক্তি অনুযায়ী বেতন পাননি। এর ফলে তরুণ খেলোয়াড়দের কিছু আর্থিক সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে। গোটা গঠনে বিশ্বকাপের আগে পাকিস্তান দলের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর