দ্বিতীয় ODI-তে জয় পেলেও পাকিস্তানের বোলিংকে উড়িয়ে বাবরকে চিন্তায় ফেলে দিলেন KKR ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই ফরম্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল পাকিস্তান। নিজেরা মাত্র ২০১ রানে অলআউট হয়ে গিয়েও ১৪২ রানের ব্যবধানে বড় জয় পেয়েছিল বাবর আজমের দল। সকলেই ভেবেছিল যে সিরিজে একপেশে ভাবে জয় পাবে পাকিস্তান এবং এশিয়া কাপের জন্য প্রস্তুতি সেরে নেবে দুর্দান্তভাবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাদের সেই কাজটা অতটা সহজ হলো না।

উড়ে গেলো পাকিস্তান বোলিং:
আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের দাপুটে ব্যাটিংয়ে আজ পাকিস্তানের তিন পেস অস্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শাহীন আফ্রিদি, হ্যারিস রাউফ, নাসিম শাহ-দের নিয়ে আজ সম্পূর্ণ ছেলেখেলা করেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে যাওয়া এই তারকা ওপেনার।

   

gurbaz

গুরবাজের শতরান:
গুরবাজ আজ ব্যাট হাতে পাকিস্তান বোলিংকে নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে। শ্রীলঙ্কার পিচে যেখানে কিছুদিন পরেই এশিয়া কাপের লড়াইয়ে আরম্ভ হবে সেখানে এইরকম বোলিং কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে বাবর আজমকে। ১৫১ বলে ১৪ টি চার এবং ৩ টি ছক্কা সহ ১৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন: চন্দ্রযান সরে টিভি স্ক্রিনে মোদীর মুখ ভেসে উঠতেই চিৎকার করে উঠলেন ধোনি কন্যা জিভা! ভাইরাল ভিডিও

আফগানিস্তানের দাপট:
গুরবাজ ছাড়াও আজ দাপুটে ব্যাটিং করেছেন অপর ওপেনার ইব্রাহিম জাদরান। ১০১ বলে ৮০ রানের একটি ধীরস্থির এবং ঠান্ডা মাথার ইনিংস খেলেন তিনি। পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট খুঁইয়ে ৩০০ রান তুলে নেয় আফগান ব্যাটিং। এশিয়া কাপের আগে এমন ব্যাটিং তাদের মনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। কিন্তু তাদের বোলিং যা করল তাতে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এমন একাদশ নিয়ে নামবে ভারত! এই তারকাকে বাদ দিতে বাধ্য হচ্ছে BCCI

পাকিস্তানের ব্যাটিংয়ের দাপট:
এরপর রান তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার শুরুটা দুর্দান্ত ভাবে করেছিল। ইমাম উল হক ৯১ রানের এবং বাবর আজম ৫৩ রানের একটি ইনিংস খেলেন। মাঝে শাদাব খান (৪৮) ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি ঠিকই কিন্তু লোয়ার অর্ডারে নাসিম শাহ শেষ ওভারের বড় শট মেরে পাকিস্তানকে জয় এনে দেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর