এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এমন একাদশ নিয়ে নামবে ভারত! এই তারকাকে বাদ দিতে বাধ্য হচ্ছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াড ঘোষনার পর জল্পনা একটুও কমেনি। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অখুশি ভারতীয় সমর্থকরা। কিছু ক্রিকেটার কেন এই একাদশে রয়েছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। তবে তার চেয়েও বেশি যে প্রশ্নটা উঠছে তা হল যে ভারতীয় দলের (Indian Cricket Team)প্রথম একাদশের চেহারাটা ঠিক কেমন হবে? এই প্রশ্নেরই একটা উত্তর খোঁজার চেষ্টা করা হলো।

টপ অর্ডারে সমস্যা:
শুভমান গিল এখন নিজের সেরা ছন্দে নেই। কিন্তু এই টুর্নামেন্টে তাকে একটা শেষ সুযোগ হয়তো দেবে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। তবে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে শুভমানকে। রোহিত শর্মার সঙ্গে তিনিই সম্ভবত ওপেন করবেন। এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে ফর্মে থাকা ঈশান কিষাণের ভূমিকাটা এখানে ঠিক কি হবে?

gill kishan

মিডল অর্ডারে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা:
রোহিত শর্মা আগেই দলে নমনীয়তা বজায় রাখার কথা বলেছিলেন। সেই কথা মাথায় রেখে আন্দাজ করা হচ্ছে যে যদি প্রথম উইকেট দ্রুত হারিয়ে ফেলে ভারত তাহলে হয়তো তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন ঈশান। আর প্রথম উইকেটে ভালো পার্টনারশিপ হলে সেক্ষেত্রে কোহলি তিন নম্বরে নামবেন এবং ঈশানকে নিজের জায়গা খুঁজতে হবে মিডল অর্ডারে। লোকেশ রাহুল এখনও সম্পূর্ণ সুস্থ নন। তাই ৪, ৫, ৬ এবং ৭ নম্বরে ব্যাটিংয়ের দায়িত্বে থাকবেন শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা।

দলের স্পিনার:
জাদেজা স্পিনার হিসেবে দায়িত্বে থাকছেন প্রথম থেকেই। তার সঙ্গে হয়তো জুড়ে দেওয়া হবে কুলদীপ যাদবকে। বাঁ-হাতি অফ স্পিনার এবং বাঁ-হাতি লেগ স্পিনার দিয়েই এই টুর্নামেন্টে প্রতিপক্ষকে স্পিনের ফাঁদে ফেলার কাজটা করতে হবে রোহিত শর্মাকে। পিচ অনুযায়ী একজন পেসার কমিয়ে অক্ষর প্যাটেলকে খেলানোর কথা ভাবা যেতে পারে।

আরও পড়ুন: এই ৩ তারকাই হয়ে দাঁড়াতে পারে এশিয়া কাপে ভারতের হারের কারণ! BCCI নেবে কড়া সিদ্ধান্ত

পেস আক্রমণ:
বুমরা যদি সম্পূর্ণ সুস্থ থাকে তাহলে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের সঙ্গে তিনিও দলে থাকবেন। যদিও শামি এবং বুমরার মধ্যে কে নতুন বল হাতে সিরাজকে সাহায্য করবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোহিতকে। যদি কেউ চোট বা আঘাত পান তাহলে শার্দূল ঠাকুরের বিকল্পও থাকছে হাতে। প্রয়োজনে বেশ কয়েকবার হাত ঘোরাবেন হার্দিক পান্ডিয়াও।

আরও পড়ুন: আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর