আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল এশিয়া কাপ (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তাকে একটি প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছিল যা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা অত্যন্ত চিন্তিত। সেই প্রশ্নটা হল ভারতের হয়ে এশিয়া কাপ (2023 Asia Cup) বা বিশ্বকাপে (2023 ODI World Cup) ৪ নম্বরে কে ব্যাটিং করবেন? যুবরাজ সিং যাওয়ার পর থেকে ভারতীয় দল ওই স্থানে একজন যথাযোগ্য ব‍্যাটার পায়নি এটা রোহিত শর্মাও (Rohit Sharma) কিছুদিন আগে স্বীকার করে নিয়েছিলেন।

রোহিত, দ্রাবিড়ের সমস্যার সমাধান:
মুম্বাইয়ে একটি ইভেন্টে উপস্থিত থেকে সৌরভ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে এই সমস্যাটা ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা নয়। তিনি মনে করেন চার নম্বরে ব্যাটিংয়ের জন্য ভারতের স্কোয়াডে যথেষ্ট অপশন রয়েছে। এটার কোন নির্দিষ্ট নিয়ম নেই বলেও সৌরভ জানিয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত:
এশিয়া কাপে বা বিশ্বকাপে ওই জায়গায় গিয়ে ব্যাটিং করতে পারেন সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে সৌরভ বলেছেন বিরাট কোহলি, লোকের রাহুল বা শ্রেয়স আইয়ারের মধ্যে যে কেউ এই জায়গায় ব্যাটিং করতে পারেন। দলের প্রয়োজনে সকলকে কিছুটা মানিয়ে নিতে হবে।

sad sourav

আরও পড়ুন: কোহলিকে উপদেশ দিতে এসেছিলেন শোয়েব আখতার! পাল্টা দিয়ে চুপ করালেন সৌরভ

সচিন-সৌরভ জুটির উদাহরণ:
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সময়ের উদাহরণ টেনে বলেছেন আমি যখন দলে এসেছিলাম তখন প্রথমে মিডল অর্ডারে বা ৪ নম্বরেই ব্যাটিং করতাম। সচিন অধিনায়ক থাকার সময় একদিন এসে ও বললো যে আমাকে ওপেন করতে হবে। তখন সচিনকে না করার মতো সাহস আমার ছিল না। কিন্তু আমি ওপেনিং করে আরও বেশি সাফল্য পেয়েছি।

আরও পড়ুন: ২০১১ সালের ধোনির ভারতীয় দলকে অনুসরণ করবে রোহিতরা! জানুন কিভাবে

এশিয়া কাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর