কোহলিকে উপদেশ দিতে এসেছিলেন শোয়েব আখতার! পাল্টা দিয়ে চুপ করালেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) আচমকাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এশিয়া কাপ (2023 Asia Cup) শুরুর আগে। তার নিজের দেশ সহ বাকি ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তি তার কেরিয়ার, ব্যাটিং এবং ভবিষ্যৎ নিয়ে নানান রকম মন্তব্য করে চলেছেন। বিরাট কোহলি নিজে অবশ্য তার কোনওটারই প্রতিক্রিয়া দেননি। তিনি এখন বিশ্রামে থেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও সবল অবস্থায় এশিয়া কাপে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

শোয়েব আখতারের মন্তব্য:
সম্প্রতি প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার বিরাট কোহলিকে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন গত প্রজন্মে যেমন সচিন টেন্ডুলকার ছিলেন তেমনি এই প্রজন্মে রয়েছেন বিরাট কোহলি। তিনি যে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ, সেটা মেনে নিয়েছেন পাক কিংবদন্তি। তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে সচিন টেন্ডুলকারের ১০০ শতরানের রেকর্ড বিরাট কোহলি ভাঙতে পারবেন যদি তিনি আরও ছয় বছর ক্রিকেট খেলেন।

   

kohli 2014

তারপর শোয়েব আরও বলেছেন সে আসন্ন ওডিআই বিশ্বকাপ, যেটি ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে, সেটি খেলার পর বিরাট কোহলির ওডিআই ফরম্যাটে আর মাঠে নামা উচিত নয়। প্রাক্তন পাক ক্রিকেটারের পরামর্শ ছিল এরপর বিরাট কোহলির শুধুমাত্র টেস্ট ক্রিকেট নিয়ে ভাবা উচিত এবং ওই ফরমেটে এগিয়ে গিয়ে সচিনের শতরানের রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন: কাঠ নয়, আসন্ন বিশ্বকাপে মাঠে নামার আগে বিরাট কোহলির হাতে থাকবে হীরের ব্যাট! মূল্য ১০ লক্ষ টাকা

সৌরভের বিরোধিতা:
কিন্তু শোয়েব আখতারের এই ধারণার সঙ্গে একেবারেই একমত হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ক্রিকেট প্রজ্ঞা সম্পর্কে সকলেই সচেতন। শোয়েবের মতামত হচ্ছে তার মতামতকে ক্রিকেট বিশ্ব স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব দেয়। এমনকি পাকিস্তানেরও বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞরা যদি সৌরভ গঙ্গোপাধ্যায় বা শোয়েব আখতারের মতের মধ্যে থেকে কারোরটা বেশি গ্রহণযোগ্য বলে মেনে নিতে হয় তাহলে সৌরভের দিকেই ঝুঁকবেন।

আরও পড়ুন: বিশ্বকাপের ৫০ দিন আগে BCCI-এর সমস্যার সমাধান করলেন সৌরভ! বেছে দিলেন সেরা ভারতীয় দল

একটি অনুষ্ঠানে সৌরভে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন বিরাট কোহলির কোন ফরম্যাট থেকেই অবসর নেওয়ার প্রয়োজন নেই এখন। বিশ্বকাপের পরেও সমানতালে কোহলি খেলা চালিয়ে যেতে পারেন ভারতীয় দলের হয়ে প্রত্যেকটি ফরম্যাটেই, কারণ তিনি প্রত্যেকটি ফরম্যাটেই সমান সফল এবং বিশ্বে অন্য কোনও ক্রিকেটার এমন করে দেখাতে পারেননি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর