বিশ্বকাপের ৫০ দিন আগে BCCI-এর সমস্যার সমাধান করলেন সৌরভ! বেছে দিলেন সেরা ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সামনেই রয়েছে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। ভারত সহ বাকি বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণকারী দলগুলির কাছে সেটি হতে চলেছে একটি প্রস্তুতির মঞ্চ। বেশ কিছু ভারতীয় তারকা যারা আপাতত বিশ্রামে রয়েছেন, তারা ফের একবার মাঠে ফিরবেন ওই টুর্নামেন্টের মধ্যে দিয়ে। আবার অনেক তরুণ পরীক্ষাটা রয়েছেন যারা এই মুহূর্তে ছন্দে রয়েছেন এবং সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করতে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ভারতের জন্য সেরা স্কোয়াড কেমন হতে চলেছে তা খুবই সমস্যার বিষয়।

তবে এই সমস্যার সমাধান করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের সঙ্গে জড়িত নানান বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। সেই সাক্ষাৎকারে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের কিভাবে ভারতীয় স্কোয়াড বাছাই করা উচিত সেই ব্যাপারেও ভারতের প্রাক্তন অধিনায়ক পরামর্শ দিয়েছেন।

   

sourav rohit dravid

সৌরভের তরফ থেকে বলা বক্তব্যে তিনি দাবি করেছেন যে ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল থাকা দরকার। ব্যাটিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মার মত অভিজ্ঞ তারকারা তো রয়েইছেন, তার সঙ্গে যদি প্রয়োজন হয় তাহলে যশস্বী জয়সওয়াল বা ঈশান কিষাণদেরও ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: এই যোগ্য ক্রিকেটারের সাথে বড় অবিচার করলো BCCI! বিশ্বকাপের আগে বড় অবিচার

ভারতীয় দল চার নম্বরে একজন ভালো ব্যাটারের অভাবে ভুগছে। রোহিত শর্মা নিজে জানিয়েছেন যুবরাজ সিংয়ের পর থেকে আর কেউ এই জায়গায় দায়িত্ব নিয়ে পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সৌরভ সেটা কেউ সমস্যা দিচ্ছেন না। তিনি খুঁজে দিয়েছেন যে কোন ক্রিকেটার পরবর্তীতে ওই জায়গায় ভারতীয় দলের ব্যাটিংকে সামলাতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে কোহলিকে সাফল্যের মন্ত্র শোনালেন সৌরভ! বিরাট কি মানবেন? 

সৌরভ বলেছেন, “আমি মনে করি না আমাদের কাছে এমন ব্যাটারের অভাব রয়েছে যিনি চার নম্বরে ব্যাটিং করতে পারবেন দায়িত্ব নিয়ে। আমি তিলক ভার্মাকে এই জায়গার জন্য যোগ্য মনে করছি। তিনি বাঁ হাতে ব্যাটিং করেন।” এতে ভারতীয় দলের ব্যাটিং বৈচিত্র বাড়বে এবং প্রতিপক্ষ সমস্যায় পড়বে বলে মনে করছেন সৌরভ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর