গরমে হাঁসফাঁস! মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অন্তর্বাস পরে পুকুরে ঝাঁপ পাক প্রতিরক্ষা মন্ত্রীর! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : ফের নিজের নাক কাটালো পাকিস্তান (Pakistan)। দিনের পর দিন পাকিস্তান হাস্যকৌতুকের দেশ হয়ে উঠছে। নিজেদের হাস্যাস্পদ করে তুলছেন পাক মন্ত্রীরা। কখনও বিদেশে গিয়ে বৃষ্টির মধ্যে ছাতা কেড়ে দৌড় লাগাচ্ছেন সয়ং প্রধানমন্ত্রী শহবাজ শরিফ (Shehbaz Sharif)। কখনও বা প্রাক্তন আর্মি জেনারল বিদেশের মাটিতে মাথা নিচু করে গালিগালি খাচ্ছেন।

এবার যা ঘটল তা আরও বাড়াবাড়ি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অন্তর্বাস পরে ঝাঁপ মারছেন খালের জলে। এই ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকে সাধারণ মানুষ রীতিমতো মজা করছে পাকিস্তানের মন্ত্রীসভাকে নিয়ে।

কী হয়েছিল ঘটনা? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে রেলিং-র উপর উঠছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাঁর চারদিকে যথেষ্ট। সেই জনতার জটলা দেখা যাচ্ছে আসিফকে উৎসাহ দিতে। ধীরে ধীরে সেই রেলেং-এর উপর উঠে এলেন পাক মন্ত্রী। পরনে তখন শুধুই অন্তর্বাস। রেলিং-র উপর উঠে হঠাৎই ঝাঁপ মারলেন মন্ত্রী।

তারপর কী হল? পাক মন্ত্রী ঝাঁপ মারলেন একটি খালে। জলে পড়েই শুরু করলেন সাঁতার কাটতে। তিনি একা নন, ভিডিওতে দেখা যায় ওই খালে সাঁতার কাটছেন আরও অনেকে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই হাসির রোল ওঠে গোটা দুনিয়ায়। সবাই হয়ত অবাক হয়ে ভাবতে থাকেন কিভাবে পাকিস্তানের প্রতিরক্ষা দফতরের মতো এত গুরুত্বপূর্ণ এক মন্ত্রী অন্তর্বাস পরে খালে ঝাঁপ মারতে পারেন।

ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করা হয় আপডেট পাকিস্তান নামে একটি টুইটার হ্যান্ডল থেকে। সেখানে লেখা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সকলের সঙ্গে ইদ পালন করার জন্য খালে সাঁতার কাটছেন। অদ্ভুত ভাবে এই পোস্টে ‘ইসলামোফোবিয়া’ নামে একটি ট্যাগ দেওয়া হয়। তবে এই প্রসঙ্গে পাকিস্তান সরকারের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয় হয় নি।

Sudipto

সম্পর্কিত খবর