ইজরায়েলকে দেশ হিসেবে মানেইনা পাকিস্তান সহ এই ২২টি রাষ্ট্র! জানুন কী ভাবে চিন, আমেরিকা, ভারত

বাংলা হান্ট ডেস্ক : ইসরায়েল (Israel), প্রযুক্তি ও প্রতিরক্ষার দিক থেকে খুবই উন্নত একটি রাষ্ট্র। অর্থনৈতিকভাবেও যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু মজার বিষয় হল, পাকিস্তানের (Pakistan) মতো ২২টি ইসরায়েলকে দেশ হিসাবে মনেই করে। তাদের মতে এটি একটি জাতি। ইসরায়েল দেশটি রয়েছে ১৯৪৮ সাল থেকে। ওই বছরের ১৪ মে, দেশটি দুটি অংশে বিভক্ত হয়, ইসরায়েল এবং ফিলিস্তিন (Philistine)।

ইসরাইল ইহুদিদের দেশ। ইহুদি ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ৭৮ থেকে ৮০ শতাংশের কাছাকাছি। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। আবার জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে ফিলিস্তিনও। জেরুজালেম ও গাজা উপত্যকা নিয়ে ভারত-পাকিস্তানের মতোই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চরম শত্রুতা চলছে। আগে ইসরায়েল ছিল ব্রিটিশের উপনিবেশ।

ইসরায়েলের অস্তিত্বের প্রায় ৭৫ বছর হয়ে গেছে। তা সত্ত্বেও পাকিস্তানসহ অনেক দেশ আজ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এর কারণ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধ। কিছু দেশ জেরুজালেম এবং গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসাবেই ধরে নেয়। আবার অনেকেই একে ফিলিস্তিনিদের বলে দাবি করে।

india isreal

পাকিস্তান এমন একটি দেশ যার সঙ্গে ইসরায়েলের কোনোও প্রত্যক্ষ সম্পর্ক নেই। এ কারণে ইসরায়েলও পাকিস্তানকে দেশ হিসেবে বিবেচনা করে না। পাকিস্তান তার নাগরিকদের যে পাসপোর্ট ইস্যু করে তাতে স্পষ্ট বলা আছে যে এটি ইসরায়েল ছাড়া অন্য সব দেশের জন্য বৈধ। এমনকি কোনো পাকিস্তানি যদি ইসরায়েল যান তাহলে তাঁকে শাস্তি দেয় পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তান পুলিস তার ৫ নাগরিককে গ্রেফতার করেছে। তাঁদের অপরাধ ছিল তাঁরা ৪ থেকে ৭ বছর ধরে ইসরায়েলে কর্মরত ছিল। পাকিস্তান ধর্মের ভিত্তিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কিন্তু ইসরায়েলকে মোটেই নয়।

পাকিস্তান ১৯৪৭ সালে একটি পৃথক রাষ্ট্রে পরিণত হয়, এবং ১৯৪৮ সালে ইসরাইল একটি পৃথক রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তারপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক বা মানবিক কোনও রকমই সম্পর্ক নেই।

Sudipto

সম্পর্কিত খবর