ধূর্ত চিনের হাত ধরে স্বপ্নপূরণ করে ফেলল “কাঙাল” পাকিস্তান! চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কী?

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল পাকিস্তানের (Pakistan) বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিমানবন্দরটি পাকিস্তানের অন্যতম প্রিয় বন্ধু চিনের সহায়তায় নির্মিত হয়েছে। বিমানবন্দরটি বেলুচিস্তান প্রদেশের গদরে অবস্থিত। প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি চিন-পাকিস্তান সিপিইসি (চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প)-র অধীনে নির্মিত হয়েছে।

পাকিস্তানের (Pakistan) বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন:

এদিকে, এই নতুন গদর আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান (Pakistan) এবং চিন এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। জানিয়ে রাখি যে, গদর পাকিস্তানের একটি বন্দর শহর। যার মাধ্যমে চিন ওমান উপসাগর এবং আরব সাগরে তার দখল শক্তিশালী করতে পারে।

চিনা মিডিয়া গ্রুপ (সিএমজি) অনুসারে, পাকিস্তান (Pakistan) আন্তর্জাতিক এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট PIA503 করাচি থেকে ১১ টা ১৪ মিনিটে গদর বিমানবন্দরে পৌঁছেছিল। যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি আধিকারিক যাত্রীদের স্বাগত জানান এবং অবতরণের সময় প্রথম ফ্লাইটটিকে ওয়াটার স্যালুট দেওয়া হয়।

Pakistan dream came true with the help of China.

বিমানবন্দরটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত রয়েছে: চিনা মিডিয়ার মতে, এই বিমানবন্দরটিতে 4F গ্রেডের অত্যাধুনিক সুবিধা রয়েছে। পাশাপাশি ওই বিমানবন্দরটি বড় যাত্রীবাহী বিমানগুলি পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। যেটি ৩,৭৫৮ মিটার দীর্ঘ, ৭৫ মিটার চওড়া রানওয়ে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের জন্য একটি বেঞ্চমার্ক হয়ে উঠবে।

আরও পড়ুন: ১৩ বছর পর পুরনো “মেজাজে” ফিরছেন কোহলি! নিয়ে ফেললেন “বিরাট” সিদ্ধান্ত, অবাক অনুরাগীরাও

এদিকে, এই বিমানবন্দরটি উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় এটিকে লবণাক্ত বাতাসের সম্মুখীন হতে হবে। এই প্রসঙ্গে একজন চিনা টেকনিশিয়ান জানিয়েছেন, দীর্ঘমেয়াদে টার্মিনালটিকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্মাণ দল ফাউন্ডেশন, স্টিল স্ট্রাকচার এবং সাজসজ্জার মতো অনেক দিক থেকে মরচে-বিরোধী ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন: ফের বিশ্বাসঘাতকতা! ভারতের বিরুদ্ধে মুসলিম দেশগুলির সাহায্য নিচ্ছে বাংলাদেশ? কি প্ল্যান ইউনূসের?

ভারতের জন্য উদ্বেগের বিষয়: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইরানের চাবাহার বন্দর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে গদর বন্দর। ভারত ইরানের চাবাহার বন্দর পরিচালনা করে এবং এতে ব্যাপক বিনিয়োগ করেছে। এমতাবস্থায়, পাকিস্তানের (Pakistan) এই নতুন বিমানবন্দর নির্মাণের ফলে, চিন ওই অঞ্চলে পাকিস্তানের সাথে তার বাণিজ্য বাড়াবে। যা ভারতীয় কোম্পানিগুলির জন্য কড়া প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর