বাংলাহান্ট ডেস্ক : জম্মুতে (Jammu) আচমকাই ড্রোন হামলা চালানোর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। বেশ কিছু বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। সমগ্র জম্মু (Jammu) জুড়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বাজানো হচ্ছে সাইরেন। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক পাকিস্তানি ড্রোন গুলিকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মুতে (Jammu) ড্রোন হামলা পাকিস্তানের
বৃহস্পতিবার রাতে ফের ড্রোন হামলার চেষ্টা করল পাকিস্তান। এবার লক্ষ্য জম্মু (Jammu)। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জম্মুর আকাশে দেখা গিয়েছে ড্রোনের গতিবিধি। একাধিক বিষ্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। এয়ার অ্যাটাকের সাইরেন বাজানো হয়। গোটা শহরে করে দেওয়া হয়েছে ব্ল্যাক আউট। তিন জায়গায় চলছে শেলিং। তবে একাধিক ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে ভারতীয় সেনা।
জম্মু বিমানবন্দরে মূল নিশানা: অন্যদিকে কাশ্মীরের কুপওয়াড়াতে একাধিক জায়গায় শেলিং শুরু হয়েছে বলে খবর। পুঞ্চেও হামলা করা হয়েছে বলে খবর। এছাড়াও পাঠানকোটের এয়ারবেসেও বিষ্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, সাইরেন বাজানো হচ্ছে বারমেরেও। সূত্রের খবর বলছে, শুধু ড্রোন নয়, মিসাইল হামলাও চালানো হতে পারে পাকিস্তানের তরফে। রিপোর্ট বলছে, জম্মু (Jammu) এয়ারবেস এবং বিমানবন্দর ছিল মূল নিশানা।
আরও পড়ুন : বাড়ছে চাপা উত্তেজনা, যুদ্ধের জিগিরের মাঝে বড় পদক্ষেপ অরিজিতের
একাধিক জায়গায় ব্ল্যাক আউট: শুধু কাশ্মীর নয়, পঞ্জাবের পাঠানকোট এবং অমৃতসরেও সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। রাজস্থানের পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।
Reports : #Jammu under attack by Pakistani drones. pic.twitter.com/I6eCnsM2w7
— News IADN (@NewsIADN) May 8, 2025
আরো পড়ুন : পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত! সাংবাদিক বৈঠকে পড়শি দেশের ঘুম ওড়ালেন বিদেশসচিব
জানা যাচ্ছে, জম্মু বিমানবন্দর সহ একাধিক জায়গায় নিশানা করা আটটি পাকিস্তানি মিসাইল এবং দুটি ড্রোন আটকে দিয়েছে S-400 ডিফেন্স সিস্টেম। মাঝ আকাশেই সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়া হয় ড্রোন গুলিকে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। এই মুহূর্তে জম্মু, পাঠানকোট, উধমপুরে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে বলে খবর।