ভিন্নধর্মের প্রতি বিদ্বেষের শিক্ষা এবার থেকে দেওয়া হবেনা পাক মাদ্রাসায়,নয়া সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে সন্ত্রাস প্রচার এবং ছাত্রদের সন্ত্রাসে দীক্ষিত করার অভিযোগ আনা হচ্ছে।জঙ্গি দলগুলি নাকি এভাবেই সদস্য খুঁজে নিচ্ছে।

এইবার সেই মাদ্রাসার ভোল বদলানোর কাজে হাত দিল ইমরান সরকার। জানা যাচ্ছে পাকিস্তানের মাদ্রাসাগুলো সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাফকত মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাদ্রাসার নতুন পাঠ্যক্রমে অন্য ধর্ম অথবা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ শেখানো হবে না। পাশাপাশি পাঠ্যক্রমে ঢুকবে ইংরেজি, গণিত এবং বিজ্ঞানও। সরকারের লক্ষ্য, মাদ্রাসা থেকে পাশ করে যাতে উপযুক্ত চাকরি পেতে পারে ছাত্ররা।এই লক্ষ্য কতটা কার্যকর তাই ভবিষ্যতে লক্ষনীয়।

সম্পর্কিত খবর