বাংলা হান্ট ডেস্কঃ আস্ত দূতাবাস বিক্রি করে দিয়েছেন দেশের রাষ্ট্রদূত! এমনই এক ঘটনা ঘটে গেলো প্রতিবেশী দেশ h)। শুনে অবাক হলেও এই ঘটনা একদম ধ্রুব সত্য। আর এই অভিযোগ এনেছে পাকিস্তানের ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB)। এই ঘটনার জেরে গোটা দেশে তুলকালাম কাণ্ড। জানা গিয়েছে যে, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ার ২০০১-০২ সালে জাকার্তায় পাকিস্তানের দূতাবাস ভবন বেআইনি ভাবে বিক্রি করে দেন।
এমনকি উনি ওই ভবনটি একেবারে জলের দামে বিক্রি করেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাত্র ১৩২ লক্ষ ডলারের ওই বিলাসবহুল ভবনটি বিক্রি করে দিয়েছিলেন পাক রাষ্ট্রদূত। সম্প্রতি পাকিস্তানের NAB আদালত জানিয়েছে যে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ার ২০০১-০২ এ এই ঘটনা ঘটিয়েছেন।
পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাকার্তায় দায়িত্বভার সামলানোর পর থেকেই ওই দূতাবাস ভবনটি বিক্রি করার জন্য উদ্যোগী হন আনোয়ার। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছ থেকে এর জন্য কোনও অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করেন নি তিনি। আর ওই ভবনটি বিক্রি করার জন্য তিনি সংবাদমাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিক্রির প্রক্রিয়া শুরু হওয়ার পরেই তিনি বিদেশ মন্ত্রকে খবর দেন। এই ঘটনার জেরে আনোয়ারকে দশু সাব্যস্ত করেছেন পাকিস্তানের NAB আদালত।
The NAB has stated that Anwar sold the Pakistani embassy building in Jakarta at a throwaway price during 2001-2002. https://t.co/CUhoDhHeZn
— IndiaToday (@IndiaToday) August 22, 2020
জানিয়ে দিই, এর আগে পাকিস্তানের ইমরান সরকার আর্থিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে প্রধানমন্ত্রী আবাসের গাড়ি এবং আসবাব পত্র বিক্রি করেছিলেন। এমনকি কিছু মিডিয়াতে এও বলা হয়েছিল যে, খরচ তুলতে প্রধানমন্ত্রী কার্যালয়কে বিয়েবাড়ির জন্য ভাড়াও নাকি দেওয়া হয়েছিল। আর এই নিয়ে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, যেখানে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বিয়েবাড়িতে দেখা যায়। দাবি করা হয়েছিল যে, ওটি নাকি প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিদেশে থাকা পাকিস্তানি সম্পত্তি বিক্রি করেও দেশকে আর্থিক সঙ্কট থেকে উদ্ধার করার পরিকল্পনা নিয়েছিলেন।