দিতেন ভারতে পরমাণু হামলার হুমকি, এবার নিজের দেশেই গ্রেফতার প্রাক্তন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : গ্রেফতার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ (Sheikh Rashid)। ইসলামাবাদ (Islamabad) থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পাক প্রশাসন সূত্রে খবর। শুধু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীই নয়, একই সঙ্গে তাঁর ভাইপো শেখ রশিদ শফিফকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অবশ্য শেখ রশিদের দাবি ইসলামাবাদ নয়, বরং রাওয়ালপিন্ডিতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

কে এই শেখ রশিদ? পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। আওয়ামী মুসলিম লিগের প্রধান রশিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানেরও বিশেষ বিশ্বাসভাজন ছিলেন। ইমরানের মন্ত্রীসভতেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, পিটিআই নেতা তথা ইমরান খানের ঘনিষ্ঠ ফাওয়াদ চৌধুরীকেও গ্রেফতার করেছে শহবাজ শরিফের সরকার।

untitled design 5

কী অভিযোগ রশিদের বিরুদ্ধে? জানা যাচ্ছে, পিপিপি নেতা রাজা ইনায়েৎ-এর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন শেখ রশিদ। ওই পিপিপি নেতা পাকিস্তানের আপবারা পুলিস থানায় রশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে বলা হয়, পাকিস্তানের পূর্ব রাষ্ট্রপতি এবং পিপিতি নেতা আসিফ আলি জারদারিকে হত্যা করার ষড়যন্ত্র করেন তিনি।

এদিকে শেখ রশিদের অভিযোগ, আসিফ আলি জারদারি বেআইনি ভাবে এবং দুর্নীতি করে বহু টাকা রোজগার করেছে। আর সেই সমস্ত টাকা সে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ব্যয় করে। এমনকি এমনই একটি সংগঠনকে কাজে লাগায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য। অবশ্য রশিদের এই অভিযোগ অস্বীকার করেছে পিপিপি। জানা যাচ্ছে, গ্রেফতারের পর, শেখ রশিদকে সেক্রেটারিয়েট পুলিস থানায় রাখা হয়েছে। রাশিদ অভিযোগ করেন, তাঁর দোষ তিনি ইমরান খানকে সমর্থন করেন। আর তাই শহবাজ শরিফ সরকার তাঁকে এমন হেনস্থা করছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর