বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের মুখোশ আবারও খুলে গেল। জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) নিহত জঙ্গির প্রতি শ্রদ্ধা জানাল আইএসআই (ISI) এবং সেনারা। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের রিয়াসি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় সন্ত্রাসী শাকিল। আর ওই নিহত জঙ্গির প্রতি এবার শ্রদ্ধা জানানোর ভিডিও সামনে এল।
সন্ত্রাসবাদী শাকিল একজন মার্শাল আর্ট বিশেষজ্ঞ ছিলেন এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জম্মুতে সন্ত্রাসবাদী কার্যকলাপ পুনরায় চালু করার জন্য পাকিস্তান থেকে তাকে পাঠানো হয়েছিল। অবৈধভাবে পাকিস্তানের (Pakistan) দখলে থাকা কাশ্মীরের কোটলিতে এবার তার শ্রদ্ধাজ্ঞাপনের সভা আয়োজন করা হয়। ভাইরাল (Viral) হওয়া ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে, ওই বৈঠকে সন্ত্রাসবাদী সংগঠনগুলি ভারতকে প্রকাশ্যে হুমকি দিয়েছে।
সন্ত্রাসবাদী সংগঠন পিএএফএফ অর্থাৎ পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট শাকিলকে তার ক্যাডার হিসেবে সম্বোধন করেছে। এদিকে তার শ্রদ্ধা জ্ঞাপন সভায় আইএসআই এবং পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন যারা প্রকাশ্যে জঙ্গিদের সঙ্গে একে-৪৭ নিয়ে মঞ্চে অংশ নেন।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় একটি এনকাউন্টারে জঙ্গি শাকিলকে হত্যা করা হয়েছে। ওই এনকাউন্টার (Encounter) প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত পুলিশ ডিরেক্টর জেনারেল মুকেশ সিং বলেন, ‘একটি বাড়িতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী চার ঘণ্টার বেশি সময় ধরে নজরদারি করে। এরপর গ্রামে পৌঁছায়, সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়।’
এদিকে জঙ্গি (Terrorist) শাকিলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের ছবি সামনে আসতেই পাকিস্তানের বিরুদ্ধে ছিঃ ছিঃ করছে গোটা বিশ্ব। এক জঙ্গির প্রতি এই সমর্থনই বুঝিয়ে দেয় যে তারা আসলে কী চায়।