বাংলা হান্ট ডেস্ক: তুমুল বৃষ্টিতে চরম বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান (Pakistan)। পাশাপাশি, তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতিও। মূলত, চলতি বছরের নজিরবিহীন বর্ষাই ডেকে এনেছে চরম বিপত্তি। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, শুধুমাত্র আগস্ট মাসেই সে দেশে বৃষ্টি হয়েছে ১৬৬.৮ মিলিমিটার। অন্যান্য বছর এই মাসে গড় বৃষ্টিপাত হয় ৪৮ মিলিমিটার। অর্থাৎ, স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় প্রায় তিন গুণেরও বেশি বৃষ্টি হয়েছে সেখানে। এই পরিসংখ্যানে পিছিয়ে নেই সিন্ধ প্রদেশ ও বালুচিস্তানও। এই দুই অঞ্চলে যথাক্রমে ৭৮৪ শতাংশ ও ৪৯৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এবার।
এদিকে, এই রেকর্ড বৃষ্টির ওপর ভর করেই প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তান। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ তথা NDMA (National Disaster Management Authority)-র তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত বন্যার কবলে প্রাণ হারিয়েছেন ৯৮২ জন। পাশাপাশি, বাড়ছে আহতের সংখ্যাও।
ইতিমধ্যেই এই ভয়াবহ বন্যা সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে, একটি বাড়িকে তলিয়ে যেতে দেখা গিয়েছে জলের গভীরে। বন্যা বিধ্বস্ত ইসলামাবাদ যে ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তা ফুটে উঠেছে ভিডিওটিতে। এই প্রসঙ্গে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লা জানিয়েছেন, দেশের বিস্তীর্ণ অঞ্চলই এখন জলের তলায় রয়েছে। এমতাবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে সেনা।
পাশাপাশি, মন্ত্রী আরও জানিয়েছেন, গত এক দশকের মধ্যে এমন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান প্রত্যক্ষ করেনি। ইতিমধ্যেই এই বন্যার কারণে প্রায় ৩ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপর্যয় মোকাবিলায় পাক সংবিধানের ২৪৫ নম্বর পরিচ্ছেদে বর্ণিত ধারা অনুযায়ী নামাতে হয়েছে সেনা। জানা গিয়েছে সেখানে ৬ লক্ষ ৮২ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে গিয়েছে ১৪৯ টি সেতু। এমনকি, ৩ হাজার ১৬১ কিমি সড়ক জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবাও।
সরকারের জরুরি অবস্থা ঘোষণা: এদিকে, এই ভয়াবহ বন্যার জেরে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি, এই ঘোষণার পরেই রাষ্ট্রসংঘের কাছে সাহায্যের আবেদন করবে ইসলামাবাদ। এমনটাই সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্ড ফান্ডের তরফে পাকিস্তানে চলা এই গুরুতর বিপর্যয়ের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে বলেও খবর মিলেছে।