বাংলা হান্ট ডেস্ক: অথৈজলে ডুবেছে পাকিস্তান, চুড়ান্ত আর্থিক সঙ্কটে ইমরান খানের সরকার। এই আর্থিক পরিস্থিতি মেটাতেই মোদীর পথে হাঁটল পাকিস্তান। নমোর দেখানো রাস্তাতেই দেশজুড়ে বেনামি সম্পত্তি খুঁজে বার করা হবে। এবং সেই তালিকা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর এবং ফেডারল বোর্ড অফ রেভিনিউ চেয়াম্যানের কছে।
শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার, সে অনুযায়ী পাকিস্তানের অঞ্চলিক প্রধানসচিব, সব উপ-সচিবদের বলা হয়েছে তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন বেনামি সম্পত্তির একটি তালিকা তৈরি করে, তা যেন পেশ করেন।
কড়া ব্যবস্থা অবলম্বন করা হয়েছে এই নির্দেশিকায়। এই তালিকা জমার পরও যদি কোনরকম বেনামী সম্পত্তির সন্ধান পাওয়া যায় তাহলে কড়া শাস্তি পেতে হবে সেই অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সচিব এবং যার ওই বেনামি সম্পত্তি থাকবে দুজনের বিরুদ্ধে, শুধু তাই নয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবে ইমরান সরকার।