‘জয় শ্রী রাম’, ধ্বনি নিয়ে আর রাগ নেই, এখন শুধুই ভারতীয় দলের জয় চাইছে পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে পা রাখার পর থেকে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) রাজকীয় অভ্যর্থনা পেয়েছিল। হায়দ্রাবাদে তাদের রাজার হালে রাখা হয়েছিল। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা পরপর দুটি ম্যাচ জিতে দুর্দান্তভাবে যাত্রা শুরু করেছিল বিশ্বকাপে (2023 ODI World Cup)। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে (India vs Pakistan) মাঠে নেমে তারা আহমেদাবাদে যে বড় হার স্বীকার করতে বাধ্য হয়েছিল, তারপর থেকে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে।

এরপর থেকে একটানা হেরেই চলেছে পাকিস্তান। প্রথমে অস্ট্রেলিয়া এবং তারপর তুলনামূলক দুর্বল আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে বাবর আজমদের। এখন নকআউটে পৌঁছতে গেলে তাদের নিজেদের সবকটি ম্যাচ জয়ের পাশাপাশি বাকি ম্যাচগুলির ফলাফলের ওপরও নির্ভর করতে হবে। আর সেই জন্যই এখন ভারতীয় দলের শরণাপন্ন হচ্ছেন পাকিস্তানের সমর্থকরা।

rohit kohli wc babar

টুর্নামেন্টে ভারতীয় দল সব থেকে এগিয়ে রয়েছে সেমিফাইনালের দৌড়ে। একটি করে ম্যাচ হারলেও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও বেশ ভালো জায়গায় রয়েছে। লড়াই হবে মূলত চতুর্থ জায়গাটি নিয়ে। জায়গাটি নিশ্চিত করার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: RSS-এর জঙ্গিদের ভয়ে ভারতের স্টেডিয়ামে ভালো খেলতে পারছে না পাকিস্তান! বিস্ফোরক পাক অভিনেত্রী

আর ঠিক এখানে এসেই ভারতের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডের সঙ্গে এখনো ভারতীয় দলের ম্যাচ বাকি রয়েছে যেটি আয়োজিত হবে লখনৌতে। যদি ভারতীয় দল সেই ম্যাচে বেশ দাপট দেখিয়ে জয় পায় তাহলে পাকিস্তানের খুব বড় সুবিধা হয়ে যাবে। কিছুদিন আগে আহমেদাবাদে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠায় সেই নিয়ে তুমুল প্রতিবাদ জানিয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। কিন্তু সেসব এখন অতীত। ভারত পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে এবং সেখানে পাকিস্তানের সমর্থকরা পূর্ণ সমর্থন জানাবেন বিরাট কোহলিদের। ইংল্যান্ড এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই। পাকিস্তানের মতো তারাও পরপর ম্যাচ হেরে চলেছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেই বিশ্বরেকর্ড! দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন শুভমান গিল

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় যে পাকিস্তান ও বাংলাদেশ দলের (Bangladesh Cricket Team) সমর্থকদের মধ্যে চূড়ান্ত মিল দেখা যেত তাদের মধ্যে চলতি বিশ্বকাপ নিয়ে ঝামেলা বাধার একটা বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ টানা চারটি ম্যাচ হেরে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর দৌড় থেকে প্রায় ছিটকে গেছি বলা চলে। তাদের কাজ এখন অবিশ্বাস্যভাবে নিজেদের বাকি ম্যাচগুলো জিতে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করা। সেই লক্ষ্যে অক্টোবর মাসের শেষ দিনে কলকাতায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচটি জেতার জন্য দুই দলই যে মরিয়া ভাবে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর