RSS-এর জঙ্গিদের ভয়ে ভারতের স্টেডিয়ামে ভালো খেলতে পারছে না পাকিস্তান! বিস্ফোরক পাক অভিনেত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের (India) মাটিতে নামার পর পাকিস্তান ক্রিকেট দলকে (Pakistan Cricket Team) সাদরে অভ্যর্থনা জানানো হয়েছিল। হায়দ্রাবাদে অত্যন্ত আরামে ছিলেন বাবর আজমরা (Babar Azam)। পরপর দুটি ম্যাচে যেতে বিশ্বকাপ (2023 ODI World Cup) অভিযান দুর্দান্তভাবে শুরু করেছিলেন তারা। কিন্তু যেদিন থেকে হায়দ্রাবাদ ছেড়েছেন তারা সেদিনই ভাগ্যদেবতা যেন মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের দিক থেকে।

ভারতীয় দলের বিরুদ্ধে আহমেদাবাদে এক লক্ষ দর্শকের সামনে লজ্জার হার স্বীকার করতে হয়েছিল পাকিস্তানকে। এরপর একে একে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছেও বিশ্রী ভাবে হারে তারা। টুর্নামেন্টে আপাতত পাঁচটি ম্যাচ খেলে তার মধ্যে তিনটে ম্যাচেই পরাজয় স্বীকার করতে হয়েছে বাবর আজমদের। তাদের সেমিফাইনালে পৌঁছানো একপ্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে।

pakistan 1

সেই সঙ্গে মাঠের বাইরে একগাদা সমস্যাও তাদের ছেঁকে ধরেছে। হায়দ্রাবাদে থাকাকালীন এই সমস্যা হয়নি তাদের। পাকিস্তানের টেকনিক্যাল ডিরেক্টরের মিকি আর্থার জানিয়েছেন যে ভারতের মাটিতে খেলতে গিয়ে স্টেডিয়ামে তাদের পছন্দের গান বাজানো হচ্ছে না। এছাড়া পাকিস্তানের ক্রিকেটাররা আউট হয়ে ফিরলে ভারতীয় দর্শকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের বিরক্ত করছেন। এবার এই নিয়ে সোজাসুজি ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে আক্রমণ করলেন পাকিস্তানের অভিনেত্রী শেহর শেনওয়াড়ি (Sehar Shinwari)।

আরও পড়ুন: ভেঙে গেল কিংবদন্তি আমলার রেকর্ড! শুভমান গিলের মুকুটে এলো নতুন পালক

তিনি এবার সরাসরি ভারতীয় সমর্থকদের আক্রমণ করে বলেছেন, “আরএসএসের সন্ত্রাসী দর্শকদের দ্বারা পরিবেষ্টিত থাকলে একটি দল কীভাবে পারফর্ম করতে পারে? নিরাপত্তার অভাব এবং আরএসএস সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ের কারণে পাকিস্তান ক্রিকেট দল গভীরভাবে মানসিক চাপে রয়েছে। পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত।”

আরও পড়ুন: বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে

এখানেই শেষ নয়। তিনি এরকম নানা টুইট করে চলেছেন এবং অনেকেই আশঙ্কা করছেন যে সম্ভবত প্রচারের আলোয় থাকার জন্য এমন কাজ করছেন তিনি। তিনি এমনটাও টুইট করেছেন যে পাকিস্তান যদি সেমিফাইনালে নাও যায়, তাতে কোনও যায় আসে না, কিন্তু পাকিস্তান যেন কোনওভাবেই সেখানে না পৌঁছাতে পারে। তিনি আবারও বলেছেন পরের ম্যাচে সকলে মিলে একসাথে প্রার্থনা করতে যাতে ভারতে নিজেদের প্রতিপক্ষের কাছে হার মানতে বাধ্য হয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর