বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আফগানিস্তান বনাম পাকিস্তান (Pakistan vs Afghanistan) ম্যাচে নূর আহমেদের বোলিং ও আফগানিস্তানের টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে আজ অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। আজ বাবর আজম (Babar Azam) ভেবেছিলেন আফগানিস্তানের কাঁধে একটা বিশাল লক্ষ‍্যের বোঝা চাপিয়ে দেবেন। বিশ্বকাপে (2023 ODI World Cup) রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে অর্ধশতরানের পর আজ আবার হাফ সেঞ্চুরি করেছিলেন বাবর। কিন্তু ৭৪ রান করা পাক অধিনায়ক ও পাক ওপেনার আব্দুল্লা শফিকের (৫৮) পাশাপাশি পাকিস্তানের সবচেয়ে ভালো ছন্দে থাকা ব্যাটার মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিলেন নূর।

শেষদিকে শাদাব খান এবং ইফতিকার আহমেদ ঝোড়ো ব্যাটিং না করলে ২৮২ অবধিও পৌঁছাতে পারত না পাকিস্তান। রান তাড়া করতে নেমে রাহমানুল্লাহ গুরবাজ প্রবল আক্রমণ করে শুরুতেই পাকিস্তান বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। ঠান্ডা মাথায় বড় ইনিংস খেলেন অপর ওপেনার ইব্রাহিম জাদরান। দুই ওপেনারের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ হওয়ার পরই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল পাকিস্তান।

babar afgan

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করে জয় পেতে হয়েছিল পাকিস্তানকে। তারপরে ভারত, অস্ট্রেলিয়া এবং এখন আফগানিস্তানের কাছে হেরে প্রবল চাপে বাবর আজমরা। সেমিফাইনালের দৌড় থেকে ক্রমশই যেন পিছিয়ে পড়ছে তারা।

আরও পড়ুন: কোহলির মুকুটে নতুন পালক! শতরান হাতছাড়া করেও পেছনে ফেললেন এই কিংবদন্তিকে

এই মুহূর্তে ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে দৌড়ে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে তৃতীয় ও চতুর্থ স্থান নিয়ে লড়াই চলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে। এমন পরিস্থিতিতে একটা অভিনব সত্যি সামনে এল। পাকিস্তানের সেমিফাইনালে যোগ্যতা অর্জনের বিষয়টা এখনো অনেকটাই যেন ভারতীয় দলের হাতে।

আরও পড়ুন: ১ ম্যাচ খেলেই বিশ্বরেকর্ড! কিন্তু শামির বড় ক্ষতি করে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা

পাকিস্তান যে এখনো পুরোপুরি টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি তার মূল কারণ হলো গত দুই ম্যাচে তাদেরকে হারানো প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ভারতের কাছে বাজে ভাবে হেরেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় দলের এখনো খেলা বাকি রয়েছে। সেই দুই ম্যাচে ভারত ওই দুই প্রতিপক্ষকে হারালে পাকিস্তান অংকের হিসাবে টুর্নামেন্টে বেশ ভালোভাবেই টিকে থাকবে। তবে ভারত নিজেদের ম্যাচগুলো জিততেও স্থানের ক্রিকেটারদের ফর্ম এর অভূতপূর্ব উন্নতি ছাড়া তাদের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা একপ্রকার অসম্ভব হিসেবে এই গণ্য করা হচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর