ফতেহ-২ মিসাইল দিয়ে দিল্লিকে টার্গেট করে ছুড়ল পাকিস্তান! হরিয়ানাতেই ‘স্বপ্নভঙ্গ’?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টলমল গোটা দেশ। অপারেশন সিঁদুরের জেরে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। ভারতের (India) ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। তবে শয়তানি কমছে না। নিঃস্ব না হওয়া পর্যন্ত বুঝি শান্তি নেই। আগাত-প্রত্যাঘাতের মধ্যেই এবার পাক নিশানায় দিল্লি! একাধিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ভোরে দূরপাল্লার ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের (Pakistan Fatah 2 Missile) উপর ভর করে হামলার চেষ্টা ইসলামাবাদের। নিশানায় দিল্লি!

জানা যাচ্ছে, দিল্লিকে তাক করে পাকিস্তানের ফতেহ-২ ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। তবে ভেস্তে গিয়েছে প্ল্যান। হরিয়ানার সিরসাতেই ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। মাটিতে মিশিয়ে যায় পাকিস্তানের স্বপ্ন। যদিও এই নিয়ে দিল্লি বিমানবন্দর অন্য দাবি করেছে। তারা ক্ষেপণাস্ত্র হামলার গুজব অস্বীকার করেছে ইতিমধ্যেই।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=OY045ko2xGE7b-WO

সবিস্তারে আসছে…

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X