বড় খবরঃ আফগানিস্তান সীমান্তে বিনা প্ররোচনায় মিসাইল ফায়ার করল পাকিস্তান! প্রাণ হারাল ৯ জন, আহত ৫০

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) তাঁদের দক্ষিণ পশ্চিম সীমান্ত থেকে আফগানিস্তানের (Afghanistan) সীমান্তবর্তী এলাকার একটি শহরে রকেট হামলা চালায়। এই হামলায় ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। এছাড়াও ৫০ জন আহত হয়েছে। আফগানিস্তানের আধিকারিকরা শুক্রবার এই কথা জানান। আরেকদিকে, পাকিস্তান জানিয়েছে আফগান সেনাই প্রথম হামলা চালিয়েছিল।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে, পাকিস্তান বৃহস্পতিবার স্পিনবোল্ডক এলাকায় রকেট হামলা চালায়, এই হামলায় ৯ জন প্রাণ হারিয়েছে আর ৫০ জন আহত হয়েছে। এরপর আফগান সেনাও জবাবি ফায়ারিং করে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় শুক্রবার জানায়, আফগানি সেনা নির্দোষ পাক নাগরিক আর সেনার উপর প্রথমে হামলা করেছিল। এরপর পাকিস্তান পাল্টা হানা দেয়। পাকিস্তান জানায়, এরপর কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

X