বাংলা হান্ট নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তান তাদের নিজেদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এ ঘটনা পরবর্তীকালে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এই বিতর্ক রেশ চলছিলই, এখন পাকিস্তান দলের বিরুদ্ধে ঢাকার কোর্টে মামলাও করা হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের পুরো দলের বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে, যাতে দলের অধিনায়ক বাবর আজম সহ বাকি জন খেলোয়াড়েরও নাম উল্লেখ করা হয়েছে।
অনুশীলন চলার সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন করলে সেটিকে নানারকম ভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে দাবি করেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশি জনগন-কে এই কার্যকলাপের মধ্যে দিয়ে একটি প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছিল। যদিও জাতীয় পতাকা ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক খেলার সময় ওড়ানো হয়ে থাকে তবে ২০১৪ সালে বিসিবি দ্বারা এই আইনটি নিষিদ্ধ করা হয়েছিল। বিসিবি বিদেশী দেশগুলোকে তাদের মাটিতে তাদের জাতীয় পতাকা বহনে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু পরে এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনার কারণে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল।
এই ঘটনার পর ফেসবুক পেজে এক ভক্ত লিখেছেন, ‘বিভিন্ন দেশ অসংখ্যবার বাংলাদেশে এসেছে, অনেক ম্যাচ হয়েছে, কিন্তু অনুশীলনের সময় কোনো দেশেরই জাতীয় পতাকা উত্তোলনের প্রয়োজন পড়েনি। এই ঘটনা কি বার্তাবহন করে?” তবে পাকিস্তানি দলের মিডিয়া ম্যানেজার এক সাক্ষাৎকারে বলেছেন, “এটা আমাদের জন্য নতুন কিছু নয়। সাকলিন মুস্তাকের সময় থেকেই এটি তার কোচিং দর্শনের একটি অংশ হিসাবে গণ্য হয়ে আসছে। সেই সময় থেকেই পাকিস্তান দল বিশ্বাস করে দেশের পতাকা খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।”
পাকিস্তান বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে আয়োজকদের তাদের দেশের মাটিতে বিশ্রী হার উপহার দিয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় পরাজয়ের পর টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আজ একসময় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর দিনের শেষে তাদের স্কোর সেই চার উইকেট হারিয়েই ২৫৩। শতরান করেছেন লিটন দাস।