বাংলাহান্ট ডেস্ক: সোমবার পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখপাত্র মুখতার আহমেদ অভিযোগ করলেন, আগাম সর্তকতা না দিয়ে ভারতের শতদ্রু থেকে ছাড়া ২,০০,০০০ কিউসেক জল বন্যায় ডেকে আনতে চলেছে পাকিস্তানের।
মুখতার আহমেদ সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ ভারতের পাঞ্জাব অঞ্চল থেকে ছাড়া শতদ্রু নদীর বন্যার জল দুপুরের পরে যে কোন সময়ে পাকিস্তানে প্রবেশ করবে।’
তিনি জানিয়েছেন, জলসীমা পেরিয়ে গেছে এই বাঁধের জল। এরই ফলে বন্যার আশঙ্কা এড়ানো যাচ্ছে না। জানা গিয়েছে, পাকিস্তান প্রশাসন এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ জারি করেছেন।
চন্ডিগড় এর প্রশাসনিক কর্তারা জানিয়েছেন,ভাকরা বাঁধ থেকে ৪০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। বৃষ্টি হওয়ার ফলে সে জলস্তর বেড়ে গিয়েছিল আরো অনেকটা। প্রশাসন জল ছাড়ার আগে সর্তকতা জারি করেছিল।