বাংলা হান্ট ডেস্ক : ভারতকে লাগাতার হুমকি দিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতকে না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাই এবার ভারতের বিদেশমন্ত্রীর ভয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিদেশমন্ত্রীদের বৈঠক বার্ষিক সার্ক এড়িয়ে গেলেন বিদেশমন্ত্রী কুরেশি। আসলে এস জয়শঙ্করের বক্তব্য না শেষ হয় ততক্ষণ অবধি বৈঠকে অংশ নিতে চায়নি কুরেশি। তার এই নাটক বেশ মজা করেই গ্রহণ করল জাতিসংঘের অনুষ্ঠানে উপস্থিত সকলে। এবং বিষয়টিকে পাকিস্তানের নাটক বলে উল্লেখ করতেও পিছপা হলেন না ভারতীয় কর্মকর্তারা।
পাক বিদেশমন্ত্রী কুরেশি ছাড়াই বৃবস্পতিবারের বৈঠক শুরু হয়। যদিও এ প্রসঙ্গে পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দল ট্যুইটারে কাশ্মীর ইস্যু নিয়ে তাঁরা বয়কট করেছে বলে জানানো হয়। এরপর যখন জয়শঙ্করের বক্তব্য শেষ হয় তখন বৈঠক হলঘরে প্রবেশ করেন করেশি। যদিও এরপর ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর ট্যুইটে সন্ত্রাসবাদের নির্মূলকরন নিয়ে ট্যুইট করেন। সেখানে তিনি জানান সন্ত্রাসবাদ নির্মূল করা শুধুমাত্র ফলপ্রসু সহযোগিতাই নয় আমাদের অস্তিত্ব টিঁকে থাকার একটা শর্তও বটে। পাশাপাশি তিনি জানান আমাদের সুযোগ সুবিধায় যার বাধা দেয় তাঁদের মধ্যে সন্ত্রাসবাদও আছে।
জয়শঙ্করের বক্তব্য শেষ হতে পাক বিদেশমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন, সেখানে তিনি জানান 2016 সালে ইসলামাবাদে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী সম্মেলনটিও হবে ইসলামাবাদেই। তাই উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন উন্নয়ন হচ্ছে ভালো। তবে ইসলামাবাদের শীর্ষ সম্মেলনের জন্য কেউ আপত্তি করেনি বলে জানান। তবে ভারতের বিদেশমন্ত্রী ও প্রধানমন্ত্রী যদিও সেই সম্মেলনে উপস্থিত থাকতে চান তাহলে কি বলবেন. যদিও এই প্রশ্নের উত্তরে নির্বাক থেকেছেন।