UNSC তে জয়শংকরের প্রশ্নে মেজাজ হারালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী! মোদিকে করলেন কুরুচিপূর্ণ মন্তব্য

বাংলাহান্ট ডেস্ক : কূটনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়ে ব্যক্তিগত আক্রমণ পাকিস্তানের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করলেন বসলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এদিন রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি। আর এর পরই মেজাজ হারিয়ে সরাসরি আক্রমণ করেন মোদিকে।

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোস খুলে দেন জয়শঙ্কর। বিশ্বজুড়ে কীভাবে সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে পাকিস্তান, তা একেবারে নিখুঁতভাবে সকলের সামনে তুলে ধরেন ভারতের বিদেশমন্ত্রী। কিছু সময় পরই এক পাকিস্তানি সাংবাদিকের প্যাঁচালো প্রশ্নের মুখের উপর জবাবও দেন তিনি। একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদত জোগাচ্ছে, তা নিয়ে গোটা বিশ্বে কোনও দ্বিমত নেই। এরই সঙ্গে সন্ত্রাসবাদে মদত জোগানোর পরিবর্তে আর্থিক উন্নতির দিকেও নজর দেওয়ার ‘পরামর্শ’ দেন এস জয়শঙ্কর।

আন্তর্জাতিক মঞ্চে এই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে মোদির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, যেভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকে চরিত্র সকলের সামনে পরিস্কার করে দিয়েছেন জয়শঙ্কর, তা থেকেই নজর ঘোরাতে মোদির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন তাঁরা। তবে এতে বিশ্ব মঞ্চে তেমন কোনও প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। অবশ্য পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে কিছুটা মুক্তি পেতে পারেন বিলাওয়ালরা।

২০১৬ সালের জানুয়ারিতে পাঠানকোট বায়ুঘাঁটিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলার পর থেকে আর ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেনি ভারত। সেইসঙ্গে ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ ধারা প্রত্যাহারের পর হল্লা করলেও আন্তর্জাতিক মঞ্চে সেরকম সমর্থন পায়নি পাকিস্তান।

Sudipto

সম্পর্কিত খবর