জোড়া বিপদে মিয়া-বিবি, ইমরান খানকে চরম সাজা শোনাল পাকিস্তানের আদালত! বিপাকে বুশরা বিবিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় বিপদে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সাজার হাত থেকে রেহাই পেলেন না ক্রিকেট জগতের প্রাক্তন তারকা। আল কাদির ট্রাস্ট মামলায় তাঁকে ১৪ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত। ছাড় পেলেন না স্ত্রী বুশরা বিবিও। তাঁকেও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিরাট বিপদে পড়লেন ইমরান খান (Pakistan)

প্রায় ১৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। ২০২৪ সালের ২৭ শে ফেব্রুয়ারি এই আল কাদির ট্রাস্ট মামলায় অভিযুক্ত করা হয়েছিল ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে। আদালতের রায় দানের সময় উপস্থিত ছিলেন দুজনেই।

Pakistan former president imran khan gets big punishment

কী অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে: উল্লেখ্য, পাকিস্তানের (Pakistan) অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি এই মামলা দায়ের করেছিল ইমরান খান এবং বুশরা বিবির বিরুদ্ধে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছিল। পাক (Pakistan) সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বদলে ভিন্ন একটি অ্যাকাউন্টে টাকা জমা করার অভিযোগ উঠেছিল।

আরো পড়ুন : ছোট্ট বয়সে অভিনয়ে পা, এবার বড়পর্দায় ডেবিউ করছেন জি এর জনপ্রিয় নায়ক

কী সাজা শোনাল আদালত: এই মামলায় আদালতের নির্দেশে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরান খানকে। অন্যদিকে তাঁর স্ত্রী বুশরা বিবিকেও দেওয়া হয়েছে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ। আদালতের এই রায়ের পরেই বুশরা বিবিকে গ্রেফতার করা হয় আদিয়ালা জেল থেকে।

আরো পড়ুন : ডিভোর্সি ফুটবলারের সঙ্গে প্রেম, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জলসার নায়িকা

তবে এই রায় দানের পরেই বিক্ষোভ শুরু হয়েছে ইমরান অনুগামীদের মধ্যে। সূত্রের খবর, সেনার তরফে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল বিচারকদের যে কী রায় দিতে হবে। এই বিচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। বিচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন ইমরানপন্থীরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X