ভারতের চাপের মুখে অবশেষে মাথা নোয়াল পাকিস্তান, কুলভূষণ যাদবকে দিল এই বিশেষ অধিকার

বাংলাহান্ট ডেস্কঃ কুলভূষণ যাদব (kulbhushan jadhav) মামলায় বড় জয় হল ভারতের (india)। অবশেষে সংসদে একটি বিল পাস করিয়ে কুলভূষণ যাদবকে আপিল করার অধিকার দিল পাকিস্তান (pakistan)। এর ফলে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) অনুযায়ী, কুলভূষণ যাদবকে এখন আপিলের অধিকার দিতে বাধ্য পাক সরকার।

বিষয়টা হল, পাকিস্তান প্রথম থেকেই বলে এসেছে, তাঁরা বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করেছে এবং তিনি একজন ভারতীয় গুপ্তচর। ২০১৭ সালের এপ্রিলে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবকে সেই কারণে পাকিস্তানে গ্রেফতার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় পাকিস্তানের সামরিক আদালত।

1606315619 5fbe6e63bfaee kulbhushan jadhav

এই বিষয়টি আবার হেগের আন্তর্জাতিক আদালতেও পৌঁছে যায়। এই রায় না মানতে পেরে আদালতের রায়ের তীব্র বিরোধিতা করে ভারত সরকার। এরপর যাদবকে ছাড়িয়ে আনার নানা চেষ্টা করে ভারত। যাদবকে কূটনৈতিক সাহায্য না করার এবং যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের বিরুদ্ধে ICJ-তে আবেদন করেছিল ভারত।

এরপর ২০১৯ সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালত রায় দেয়, পাকিস্তানে যাদবকে দোষী সাবস্ত করা এবং কুলভূষণ যাদবকে শোনানো সাজার বিষয়ে ‘কার্যকরভাবে পর্যালোচনা এবং পুনর্বিবেচনা’ করা উচিৎ। সেইসঙ্গে কোন বিলম্ব না করে কুলভূষণ যাদবকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার সুযোগ দেওয়া উচিৎ ভারতকেও একথাও জানায়।

এরপর সেই মামলায় বড় সাফল্য মিলল ভারতের। অবশেষে পাকিস্তানের পার্লামেন্ট আপিলের অধিকার সংক্রান্ত বিলটি অনুমোদন করেছে এবং কুলভূষণ যাদবকে আপিলের সুযোগ দিয়েছে। এবার তাঁকে আপিলের অধিকার দিতে বাধ্য পাকিস্তান।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর