ভারতীয় সেনার কাছে মার খেয়েও পদোন্নতি, সটান ফিল্ম মার্শাল হলেন আসিম মুনির! পহেলগাঁও হামলার পুরস্কার?

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার পালটা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ এর নামে ভারত যে প্রত্যাঘাত দিয়েছে তাতে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের (Pakistan)। তুরস্ক, চিনের থেকে আনা অস্ত্র, ড্রোন দিয়ে ভারতের উপরে পরপর হামলা তো ব্যর্থ হয়েছেই, উপরন্তু ভারতীয় সেনার বিক্রমে নিজেদের এয়ারবেসগুলিও রক্ষা করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সে কথা স্বীকার করেছেন খোদ পাক (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জানিয়েছেন, কীভাবে জেনারেল আসিম মুনির মাঝরাতে তাঁকে ঘুম থেকে তুলে ভারতের ধ্বংসলীলার কথা জানিয়েছিলেন। দেশকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হলেও এবার বড় পুরস্কার পেলেন পাক সেনা প্রধান।

বড় প্রোমোশন পেলেন পাক (Pakistan) সেনাপ্রধান জেনারেল আসিম মুনির

ভারতীয় সেনার কাছে গোহারান হেরেও বিরাট প্রোমোশন পেলেন পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। জেনারেল থেকে একলাফে ফিল্ম মার্শাল পদে উন্নীত হলেন তিনি! পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতি অনুসারে, পাকিস্তানের (Pakistan) মন্ত্রিসভার তরফে মঙ্গলবার এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

Pakistan general asim munir got promotion

কী কী ক্ষমতা পাবেন মুনির: উল্লেখ্য, ফিল্ম মার্শাল হল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ। পাঁচ তারা বিশিষ্ট এই ব়্যাঙ্কের গুরুত্ব এবং ক্ষমতাও প্রচুর। এই পদের অধিকারী কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃত্ব পাবেন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সেনাবাহিনীর পাশাপাশি এবার পাকিস্তান (Pakistan) সরকারেও বিপুল ক্ষমতা পেতে চলেছেন আসিম মুনির।

আরো পড়ুন : একি কাণ্ড! পুলিশের তোলা নেওয়ার অভিযোগ, মহিলা চেপে ধরতেই কান্না সিভিক ভলান্টিয়ারের, হাত জোড় করলেন SI-ও

হঠাৎ কেন এই পদোন্নতি: ওয়াকিবহাল মহল বলছে, বর্তমান সময়ে আসিম মুনিরকে ফিল্ম মার্শাল পদে প্রোমোশন দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এই পদের জোরে এবার শুধু সেনাবাহিনীই নয়, রাজনৈতিক এবং সামরিক বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তিনি। পাশাপাশি পাক (Pakistan) সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রেও স্বাধীনতা পেতে পারেন।

আরো পড়ুন : কলেজছাত্রীকে অপহরণ, ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ! ফের গ্রেফতার বাংলাদেশের নোবেল

ইতিহাস বলছে, স্বাধীনতার পর থেকে এর আগে আর একজনেরই ফিল্ড মার্শাল পদে প্রোমোশন হয়েছিল। তবে সূত্রের খবর বলছে, ১৯৫৯ সালে নিজেই নিজেকে এই পদে প্রোমোশন দিয়েছিলেন জেনারেল আয়ুব খান। তারপর এই আসিম মুনিরই হলেন ফিল্ড মার্শাল। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তানেরই অবসরপ্রাপ্ত মেজর আঙুল তুলেছিলেন আসিম মুনিরের দিকে। অভিযোগ করেছিলেন, পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে তাঁর হাত। আর তারপরেই এই পদোন্নতি। বিষয়টা ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X